Last Updated:
মঙ্গলবার দিল্লিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, দিল্লি পৌঁছে সংসদে গিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শমীক ভট্টাচার্যের রাজ্য বিজেপির সভাপতি হওয়া, দিলীপ ঘোষের সক্রিয় হয়ে ওঠার জেরেই কি বঙ্গ বিজেপি-তে নতুন রসায়ন? কাছাকাছি এলেন শুভেন্দু- সুকান্ত? বিরোধী দলনেতার দিল্লি যাত্রার পর অন্তত সেরকমই আভাস৷
মঙ্গলবার দিল্লিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, দিল্লি পৌঁছে সংসদে গিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আর এই সাক্ষাতেই বিশেষ তাৎপর্য দেখছেন বঙ্গ বিজেপির নেতারাও৷
কারণ বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দু অধিকারী একাধিকবার দিল্লিতে এলেও সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে একান্ত সাক্ষাৎ করতে দেখা যায়নি তাঁকে। এর আগে একবারই মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তখন সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য সাংসদরাও।
শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পরই দিলীপ ঘোষকে ফের সক্রিয় করার উদ্যোগ নেন৷ গত একমাসের মধ্যে দু বার দিল্লিতে গিয়েছেন দিলীপ ঘোষ৷ গত ১৮ জুলাই দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ হয় দিলীপের৷ সেই বৈঠকে তাঁকে কী বার্তা দেওয়া হয়েছে, তা স্পষ্ট করে বলেননি দিলীপ নিজেও৷ তবে সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে যে তাঁকে বঙ্গ বিজেপিতে উপেক্ষিত করে রাখা হয়েছিল তা নিয়ে দিল্লিতে অভিযোগ জানিয়েছেন দিলীপ৷
রাজ্যে ফিরেও নাম না করে বঙ্গ বিজেপি একাংশকেও নিশানা করেছেন দিলীপ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দিলীপের নিশানায় ছিলেন শুভেন্দু-সুকান্তরাই৷ গত ২১ তারিখ, শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করলেও খড়্গপুরে আলাদা শহিদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করেন দিলীপ৷ সেখানে রাজ্য স্তরের কোনও পরিচিত নেতাকে দেখা যায়নি৷ সেই সভা থেকেও তৃণমূল থেকে আসা নেতাদের নিশানা করেছিলেন দিলীপ৷
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে ১৫ দিনের মধ্যে ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপিকে সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের টানাপোড়েন যে মেটেনি, তা স্পষ্ট৷
Kolkata,West Bengal
July 23, 2025 3:29 AM IST