Suvendu Adhikari: এসএসকেএমে ‘মরচে ধরা কাঁচি’ ইস্যু, সরকারকে তুমুল বিঁধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: এসএসকেএমে ‘মরচে ধরা কাঁচি’ ইস্যু, সরকারকে তুমুল বিঁধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: ‘পুরো সিস্টেমটাতেই মরচে ও পচন ধরে গেছে।’ এসএসকেএম হাসপাতালে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ ইস্যুতে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী Suvendu Adhikari: এসএসকেএমে ‘মরচে ধরা কাঁচি’ ইস্যু, সরকারকে তুমুল বিঁধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

কলকাতা: ‘পুরো সিস্টেমটাতেই মরচে ও পচন ধরে গেছে।’ এসএসকেএম হাসপাতালে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ ইস্যুতে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন কলকাতায় কালীপুজোর উদ্বোধন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে তুলোধনা করে শুভেন্দু অধিকারী সোমবার বলেন,’ ভাল ভাল যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী আরজি কর হাসপাতাল থেকে বের করে নিয়ে গিয়ে নেতাদের হাসপাতালে পাঠানো এবং সেই শাসক ঘনিষ্ঠ হাসপাতাল বা নার্সিংহোমগুলোর পচা এবং বাতিল যন্ত্রপাতি সরকারি হাসপাতালে নিয়ে এলে এই অবস্থাই হবে। জং ধরা কাঁচি পাওয়া গেছে এরপর আরও অনেক কিছুই পাওয়া যাবে।’

আরও পড়ুন: হুড়মুড়িয়ে আসছে শীত…! কবে থেকে জাঁকিয়ে ঠান্ডার কামড়? ‘তারিখ’ জানিয়ে দিল আইএমডি

প্রসঙ্গত, আরজি করের পর এবার এসএসকেএম হাসপাতাল। রক্তমাখা গ্লাভসের পর এবার খবরের শিরোনামে এসএসকেএম হাসপাতালের জং ধরা কাঁচি। রবিবার এসএসকেএম হাসপাতালে এক অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করার সময় চিকিৎসক দেখতে পান যে হাতের কাঁচি জং ধরা। জানা গেছে, সদ্য মেডিক্যাল স্টোর থেকে নতুন কাঁচি হিসেবেই এগুলোকে পাঠানো হয়েছে। এই জং ধরা কাঁচি অত্যন্ত বিপজ্জনক হতে পারত ওই প্রসূতির অপারেশনে।

নতুন স্টকের যে ক’টি কাঁচি বা সিজার এসেছে তার সবকটিতেই পুরনো জং ধরা কাঁচিতে রঙের প্রলেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনা সামনে আসার পরপরই এসএসকেএম হাসপাতালে থেকে রিপোর্ট চাইল স্বাস্থ‍্য দফতর। নবান্ন সূত্রের খবর, মরচে পড়া কাঁচি নজরে পড়তেই রিপ্লেস করা হয়েছিল। প্রাথমিক রিপোর্টে এসএসকেএম জানিয়েছে স্বাস্থ্য দফতরকে। তবে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ‍্য দফতরের পক্ষ থেকে।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/

Suvendu Adhikari: এসএসকেএমে ‘মরচে ধরা কাঁচি’ ইস্যু, সরকারকে তুমুল বিঁধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

Scroll to Top