
সুন্দরবনের একটি জনপ্রিয় স্পট হল দোবাকি। এর প্রধান আকর্ষণ হলো বিখ্যাত ক্যানোপি ওয়াক, প্রায় ২০ ফুট উঁচু লোহার নেটের রাস্তা, যেখান থেকে পুরো জঙ্গলকে উপর থেকে দেখা যায়। বাঘ, হরিণ, বুনো শূকর ও নানা প্রজাতির পাখি পর্যবেক্ষণের জন্য এটি আদর্শ জায়গা। ফলে দোবাকি সুন্দরবন ভ্রমণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এনে দেয়।