Last Updated:
Summer Vacation In School: ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১৪-১৫ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে স্কুলগুলিতে।

স্কুল
দক্ষিণ ২৪ পরগনা: বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার ‘অন্তর্জলি যাত্রা’র ছবি দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকরা। এমন কথা জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে চন্দন কুমার মাইতি। গরমের ছুটি ও নিয়োগ বাতিলের কথা বলতে গিয়ে এই কথা বলেন তিনি।
উল্লেখ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে ৩০ এপ্রিল থেকে। ৩০ এপ্রিল গরমের ছুটি পড়ার আগেও বেশ কিছু ছুটি পাবে পড়ুয়ারা। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১৪-১৫ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে স্কুলগুলিতে। ৩০ এপ্রিল পর্যন্ত মাঝে অনেকগুলি রবিবার রয়েছে। ৩০ এপ্রিলের মধ্যেই ১২ থেকে ১৩ দিন ছুটি মিলবে।
গতবছর প্রায় দু’মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে, প্রায় দু’মাস স্কুল ছুটি থাকার কারণে সারা বছরের পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ে। এ বার ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। এই ঘটনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করছেন প্রধান শিক্ষক সংগঠনের সদস্যরা। তাঁদের আরোও দাবি স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মীর সংকট। তার মধ্যে এই পরিস্থিতি পড়াশানো চালানোটাই একটা সমস্যা হয়ে উঠবে।
দ্রুত এই পরিস্থিতি থেকে না বের হতে পারলে ভবিষ্যতে আরও খারাপ সময় আসছে বলে মত তাঁদের। ছুটির বিষয়টি বিবেচনা করে দেখা উচিৎ এছাড়াও রাজ্যের সর্বত্র সমানভাবে গরম পড়েনা। ফলে বিষয়টি একটি জটিল পর্যায়ে পৌঁছেছে বলে মত তাঁদের।
Nawab Mullick
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 05, 2025 12:41 AM IST
West Bengal Teacher: শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা! বিপাকে পড়ুয়ারা, উদ্বিগ্ন প্রধান শিক্ষক