Last Updated:
Sudip Banerjee: রবিবার রামনবমীর দিন উল্টোডাঙ্গা স্টেশনের পাশে শ্রী শ্রী গ্রহরাজ ও বজরংবলী মন্দিরের উদ্বোধন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নেত্রীর নাম নিয়ে গলা চড়ালেন প্রবীণ সাংসদ।

কলকাতা: রাম নবমীর দিন পুজো দিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সোচ্চার হলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার রামনবমীর দিন উল্টোডাঙ্গা স্টেশনের পাশে শ্রী শ্রী গ্রহরাজ ও বজরংবলী মন্দিরের উদ্বোধন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নেত্রীর নাম নিয়ে গলা চড়ালেন প্রবীণ সাংসদ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন, মুখ খুললেন সেই প্রসঙ্গেও। সুদীপের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে তিনি তাঁর মনোনীত ব্যক্তিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন। এদিন উল্টোডাঙ্গাতে মন্দিরের উদ্বোধন করে সুদীপ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চক্রান্ত করে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। কোনওভাবেই সেই চক্রান্ত সফল হবে না।”
আরও পড়ুন: আপনি কি ‘জিনিয়াস’…? এই অসাধারণ অপটিক্যাল ইলিউশন Test বলে দেবে উত্তর, জেনে নিন এক্ষুনি!
আরও এক ধাপ এগিয়ে সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে ২৫০ এর বেশি আসন পাবে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডে,কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু,শ্রেয়া পাণ্ডেও।
প্রসঙ্গত, রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে- রবিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। শুধুমাত্র কলকাতাতেই প্রায় ৬ হাজার পুলিশ কর্মীকে পথে নামিয়েছে লালবাজার। রামনবমীর শোভাযাত্রাকে কী কী নিয়ম মেনে চলতে হবে, এ বিষয়ে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনাররা আয়োজকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তারই মধ্যে শহর থেকে জেলায় চলেছে মিছিল।
Kolkata,West Bengal
April 06, 2025 8:53 PM IST
Mithun Chakraborty: ‘রাম ভগবানের কাছে প্রার্থনা করি, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের ভাল হোক’, রামনবমীতে বারাসতে মিঠুন