Last Updated:
Success Story: সেখানেই অংশগ্রহণ করে বিশ্বের দশটি দেশ। যার মধ্যে দিয়েই প্রায় দু’ লক্ষ প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সোনা হাতে কিরণ শর্মা
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আমাইপাড়ার কিরণ শর্মা। ‘রঙ্গত উৎসব ২০২৪-২৫’ নামক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০টি দেশের দু’ লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে জিয়াগঞ্জের এই বালক। এই প্রতিযোগিতা অনলাইন মারফত নানা নিয়মকানুনের মধ্যে দিয়েই রঙ্গত উৎসব নামক একটি আর্ট সংস্থার দ্বারা আয়োজিত হয়। সেখানেই অংশগ্রহণ করে বিশ্বের দশটি দেশ। যার মধ্যে দিয়েই প্রায় দু’ লক্ষ প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর সেখানেই বিশিষ্ট যাদের নির্বাচনের মধ্য দিয়ে প্রথম স্থান দখল করে জিয়াগঞ্জের কিরণ শর্মা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারত ছাড়াও বিভিন্ন দেশের একাধিক উদীয়মান শিল্পী। সেখানেই কিরণের আঁকা আইনস্টাইনের একটি চিত্র নির্বাচকদের মন জয় করে সেরার শিরোপা এনে দেয় তাকে। স্বর্ণপদক ও আন্তর্জাতিক শংসাপত্র নিয়ে সুদূর মুম্বই বিশিষ্ট বিচারকরা এসে স্বর্ণপদক জয়ী কিরণ শর্মার হাতে তার প্রাপ্য পদক ও শংসাপত্র তুলে দেওয়া হয় সম্মানের সঙ্গে।
এই কৃতিত্বে উচ্ছ্বসিত কিরণের চিত্রআর্ট শিক্ষক, পরিবার, সহপাঠী, ও পাড়া-প্রতিবেশী। জিয়াগঞ্জের মতো এক ছোট শহর থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা কিরণের এই অর্জন আগামী দিনের শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
Kolkata,West Bengal
July 16, 2025 9:43 PM IST