Last Updated:
স্কুটি করে গ্রামে গ্রামে ঘুরে পোশাক বিক্রি করাই পেশা টুম্পার। এই ব্যবসা থেকেই জীবন বদলেছে টুম্পার

পূর্ব বর্ধমান: মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল পূর্ব বর্ধমানের মহিলা, সেই ব্যবসাই তগাঁর জীবন পালটে দিয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুর নবপল্লির বাসিন্দা টুম্পা বিশ্বাস। টুম্পা যেন একাই একশো! সংসার সামলানো থেকে শুরু করে ব্যবসা, সবটাই তিনি একা হাতে সামলান। স্কুটি করে গ্রামে গ্রামে ঘুরে পোশাক বিক্রি করাই পেশা টুম্পার। এই ব্যবসা থেকেই জীবন বদলেছে টুম্পার।
টুম্পা যখন ব্যবসা শুরু করেছিলেন, তখন অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। পরিবারের তরফ থেকেও সেভাবে কোনও সাহায্য পাননি। কিন্তু থেমে থাকেননি টুম্পা। অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জেরে একাই শুরু করেছিলেন ব্যবসা। নিজের জমানো মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনে এনেছিলেন বেশ কিছু শাড়ি। সেই শাড়ি অল্প লাভে বিক্রি করেই প্রথম ব্যবসা শুরু তাঁর। টুম্পা জানান, ” সংসারের হাল ধরতে প্রায় ১২ বছর আগে এই ব্যবসা শুরু করেছিলাম। তখন পুঁজি ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা। নবদ্বীপ থেকে শাড়ি কিনে এনে সাইকেলে ঝুলিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতাম।”
প্রথমে স্বামীর সঙ্গে তাঁতের কাজ করতেন টুম্পা। কিন্তু পরবর্তীতে চাহিদা কমতে থাকে তাঁতের। পেশা বদলে টুম্পার স্বামী শুরু করে রাজমিস্ত্রির কাজ। কিন্তু টুম্পা ঠিক করেন তিনি পোশাক বিক্রির ব্যবসা করবেন। সাইকেলের মধ্যে পোশাক বেঁধে গ্রামে গ্রামে বিক্রি করতে শুরু করেন টুম্পা। ধীরে ধীরে বাড়তে থাকে বিক্রির পরিমাণ। ব্যবসা বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণও নিতে হয়েছিল। বাড়তে থাকে ব্যবসা এবং উপার্জন। সাইকেল ছেড়ে টুম্পা এখন স্কুটিতে করে যাতায়াত করেন। গ্রাম ছাড়িয়ে যেতে হয় দূর দূরান্তের বিভিন্ন গ্রামে।
টুম্পা জানিয়েছেন, ” সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ সামলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। দুপুরে বাড়ি এসে আবার বেরিয়ে যাই, তার পর একেবারে রাতে বাড়ি ফেরা।” ব্যবসার টাকা থেকেই টুম্পা নিজের বাড়ি করেছেন, দোকান খুলেছেন। ব্যবসাকে আরও বড় করার পাশাপাশি, ছেলেমেয়েকে মানুষ করাই এখন টুম্পার একমাত্র উদ্দেশ্য।
বনোয়ারীলাল চৌধুরী
Kolkata,West Bengal
April 14, 2025 8:35 PM IST
Money Making Ideas : ফোম দিয়ে ম্যাট্রেস তৈরি দারুন লাভজনক! লাভ হতে পারে হাজার হাজার টাকা