Success Story: বাজারের ধূপের গন্ধে মাথাব্যথা? গোবর থেকে ধূপকাঠি বানিয়ে ‘লাখোপতি’ মহিলা

Success Story: বাজারের ধূপের গন্ধে মাথাব্যথা? গোবর থেকে ধূপকাঠি বানিয়ে ‘লাখোপতি’ মহিলা

Last Updated:

Success Story: বাজারে যে ধূপ পাওয়া যায়, সেগুলির গন্ধ ও ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট, মাথায় ব্যথা হয়! মুক্তি পেতে ব্যবহার করুন গোবর থেকে তৈরি ধূপকাঠি

Success StorySuccess Story: বাজারের ধূপের গন্ধে মাথাব্যথা? গোবর থেকে ধূপকাঠি বানিয়ে ‘লাখোপতি’ মহিলা
Success Story

কলকাতা: সবাই কমবেশি ধূপ ব্যবহার করে থাকেন। কিন্ধু ধূপের মূল সমস্যা হল, বেশি কার্বন তৈরি করে। ফলে ধূপ জ্বালালে শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো সমস্যায় ভোগেন অনেকেই। জ্যোতি সাস্করের বাড়িতেও তা-ই হয়েছিল। ধূপের গন্ধে আর ধোঁয়ায় মাথা ধরে যেত বাচ্চাদের। মূলত এই জায়গা থেকে আর নিজে কিছু করার তাগিদ থেকে যে পথ বেছে নিয়েছিলেন জ্যোতি, সেটাই এখন তাঁকে করে তুলেছে দেশের এক সফল উদ্যোগপতি।

যে কোনও ক্ষেত্রেই হোক, নারীরা সমর্থন পেলে অনেক উচ্চতায় পৌঁছাতে পারেন। তা আরও একবার প্রমাণ করেছেন সাঙ্গামনের তালুকের জ্যোতি সাস্কর। তিনি জালনা শহরে চলমান গোদা সমৃদ্ধি কৃষি প্রদর্শনীতে নিজের স্টল স্থাপন করেছেন, সেখানে পাওয়া যাচ্ছে গোবর থেকে তৈরি ধূপকাঠি। এর পাশাপাশি বিভিন্ন ফুল থেকে তৈরি সুগন্ধি ধূপকাঠিও তৈরি করেন তিনি। জ্যোতি সাঙ্গামনের তালুকে নিজের ধূপের কারখানাও স্থাপন করেছেন এবং এর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন। এছাড়া কয়েকজন নারীর কর্মসংস্থানও করছেন তিনি।

জ্যোতি সাস্কর প্রথমে একজন গৃহবধূ ছিলেন। এক বন্ধু তাঁকে শহরের একটি প্রদর্শনীতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। প্রদর্শনীতে তিনি বিভিন্ন স্টল দেখেছিলেন। সেখানকার বিভিন্ন জিনিস দেখে নিজের কিছু শুরু করার ভাবনা আসে তাঁর মধ্যে। এরপর শুরু করেন কুর্দি বা গম আর চালের আটার পাঁপড় তৈরির ব্যবসা। ধীরে ধীরে তিনি বিভিন্ন ব্যবসার প্রসার ঘটান।

গোবর থেকে তৈরি ধূপকাঠির চাহিদা সবচেয়ে বেশি –

জ্যোতি সাস্কর জানান, ধূপ বরাবর পছন্দের জিনিস হওয়ায় তিনি এই ক্ষেত্রেও কিছু করতে চেয়েছিলেন। বাজারচলতি রাসায়নিক ধূপকাঠিতে তাঁর এবং সন্তানদের মাথা ব্যথা করত। তাই তিনি সাঙ্গামনেরে খাঁটি গোবর থেকে ধূপকাঠি তৈরির ব্যবসা শুরু করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ফুল থেকে সুগন্ধি ধূপকাঠিও তৈরি করতে থাকেন। তিনি এই ব্যবসায় নিজের পরিবারেরও সহযোগিতা পেয়েছেন। জালনা শহরে চলমান গোদা সমৃদ্ধি কৃষি প্রদর্শনীতে তাঁর স্টলটি সকলের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এবং সেখানে গোবর দিয়ে তৈরি ধূপকাঠির চাহিদা সবচেয়ে বেশি।

ধূপকাঠি তৈরির এই ব্যবসার মাধ্যমে জ্যোতি শুধু নিজেই আর্থিকভাবে স্বচ্ছল হননি, আশপাশের চার-পাঁচজনের কর্মসংস্থানও করেছেন। নারীরা সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে কোনও ক্ষেত্রেই পিছিয়ে থাকবেন না এবং সফল হতে পারেন, তা আরও একবার প্রমাণ করেছেন জ্যোতি সাস্কর।

Next Article

My Circle-11 Team: ৩ ঘণ্টায় কোটিপতি! My11Circle-এ টিম বানিয়ে ৩ কোটি টাকা ও থর জিতলেন হরিয়ানার বিক্রম

Scroll to Top