Success Story: তিনবারের চেষ্টায় ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান ময়নাগুড়ির সুব্রতর, জানালেন সাফল‍্যের রহস‍্য!

Success Story: তিনবারের চেষ্টায় ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান ময়নাগুড়ির সুব্রতর, জানালেন সাফল‍্যের রহস‍্য!

Success Story: তিনবারের চেষ্টায় ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান ময়নাগুড়ির সুব্রতর, জানালেন সাফল‍্যের রহস‍্য!

Last Updated:

ময়নাগুড়ির সুব্রত মন্ডল, যিনি সম্প্রতি ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন করেছেন, তার সাফল্যে গোটা পরিবার ও ময়নাগুড়ির বাসিন্দারা অত্যন্ত গর্বিত।

Upsc দশম স্থান অর্জন

জলপাইগুড়ি: ময়নাগুড়ির সুব্রত মন্ডল, যিনি সম্প্রতি ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন করেছেন, তাঁর সাফল্যে গোটা পরিবার ও ময়নাগুড়ির বাসিন্দারা অত্যন্ত গর্বিত। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায় বাসিন্দা সুব্রত, যিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, তাঁর সাফল্য যেন এক সত্যিকারের প্রেরণার গল্প।

আরও পড়ুনঃ “তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি”! শেষ হল দায়িত্ব তবু দেশের অর্থনীতির মনে-মননে তিনি অমর

২০১৩ সালে ময়নাগুড়ি শহীদগড় হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুব্রত তার শিক্ষার পথে প্রথম বড় পদক্ষেপ নেন। তারপর জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক হয় এবং পাঞ্জাবের আইআইটি রোপার থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করেন। তবে তাঁর এই অর্জনের পথে ছিল কঠোর পরিশ্রম ও সংগ্রাম।

সুব্রত মন্ডল ইউপিএসসি পরীক্ষায় প্রথমবার ২০১৯ সালে বসেছিলেন এবং তারপর থেকে পর পর তিনবার চেষ্টা করেছিলেন। ২০২৩ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় তাঁর সফলতা আসে না। তবে, তিনি থেমে যাননি। চলতি বছরের ১১ ডিসেম্বর, শেষবারের মতো মৌখিক পরীক্ষায় অংশ নেন এবং অবশেষে তাঁর কষ্টের ফল মেলে। সোমবার প্রকাশিত ফলাফলে তিনি দশম স্থান অর্জন করেন।

তাঁর বাবা বীরেন্দ্র মন্ডল, যিনি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি কাঠের আসবাবপত্র তৈরির দোকান চালান, প্রবল অর্থ কষ্ট সত্ত্বেও ছেলেকে পড়াশোনা করিয়েছেন। পরিবারে দু’টি ছেলে, বড় ছেলে সুব্রত। আজ সুব্রতার সাফল্যে তাঁর পরিবার আত্মহারা এবং তাঁর প্রতি সকলের শ্রদ্ধা ও গর্ব প্রকাশিত হচ্ছে।

আরও পড়ুনঃ চিনির বদলে, দুধে নুন দিচ্ছেন? দুধ আর লবণ যোগে যা ঘটে…! জেনে-বুঝে খাচ্ছেন তো? নাহলেই…

ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সুব্রত মন্ডলের কৃতিত্বের জন্য তাকে সম্বর্ধনা দেন, যা পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত। সুব্রতের বাবা, বীরেন্দ্র মন্ডল বলেন, “আমরা চাই যে আমার ছেলে আরও বড় হোক, দেশের জন্য কিছু করুক।” এখন সুব্রত-সহ তার পরিবার অপেক্ষা করছে, যাতে তাঁর হাতে নিয়োগপত্র আসে এবং তিনি তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারেন।

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Success Story: তিনবারের চেষ্টায় ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান ময়নাগুড়ির সুব্রতর, জানালেন সাফল‍্যের রহস‍্য!

Scroll to Top