Success Story: এটাই জীবনের সবচেয়ে বড় ‘নেশা’…! বাংলার এই গৃহবধূ এখন সকলের ‘আইডল’, কী করেন জানেন?

Success Story: এটাই জীবনের সবচেয়ে বড় ‘নেশা’…! বাংলার এই গৃহবধূ এখন সকলের ‘আইডল’, কী করেন জানেন?

Last Updated:

Success Story: এই মহিলাই এখন জেলার অন্যতম চর্চার বিষয়। তার শারীরিক গঠন থেকে লড়াই রীতিমতো অনুপ্রেরণা যোগায় অন্যদেরও। নিতান্তই এক গৃহবধূ, সংস্কৃত নিয়ে এমএ, বিএড পাশ করার পর সংসার-সন্তান সামলানোই ছিল তার প্রধান দায়িত্ব।

+

Success Story: এটাই জীবনের সবচেয়ে বড় ‘নেশা’…! বাংলার এই গৃহবধূ এখন সকলের ‘আইডল’, কী করেন জানেন?

মহিলা বডি বিল্ডার

উত্তর ২৪ পরগনা: এই মহিলাই এখন জেলার অন্যতম চর্চার বিষয়। তার শারীরিক গঠন থেকে লড়াই রীতিমতো অনুপ্রেরণা যোগায় অন্যদেরও। নিতান্তই এক গৃহবধূ, সংস্কৃত নিয়ে এমএ, বিএড পাশ করার পর সংসার-সন্তান সামলানোই ছিল তার প্রধান দায়িত্ব। তবে সেই সাধারণ জীবনযাত্রার মাঝেই এক অসাধারণ অধ্যায় শুরু হয় ২০১৫ সালে, যখন শারীরিক সমস্যার কারণে নিজেকে ফিট রাখতে জিমে ভর্তি হন পর্ণা দাস দত্ত।

সেখান থেকেই শুরু এক নতুন পথচলার। শরীরচর্চা যেন ধীরে ধীরে নেশায় পরিণত হয় তার। পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণের ফসল হিসেবে পর্না আজ শুধু সুস্থই নন, তিনি তিন বারের পাওয়ারলিফটিংয়ে জিতেছেন বেঙ্গল গোল্ড মেডেলেও। বর্তমানে হাবড়ার ‘ফিট ফিউশন’ জিমে ট্রেনার হিসেবে কর্মরত রয়েছেন। নতুন প্রজন্মের তরুন তরুণীদের শারীরিক গঠন, ডায়েট প্ল্যান ও লাইফস্টাইল মেনে চলার দিশা দেখাচ্ছেন এই ওম্যান বডি বিল্ডার পর্ণা।

সবচেয়ে অবাক করা বিষয়, অন্তঃসত্ত্বা অবস্থাতেও থামেননি তিনি। ৮ মাস গর্ভাবস্থাতেও নিয়মিত জিমে উপস্থিত ছিলেন। এমনকি সন্তানের জন্মের মাত্র ২১ দিন পরেই ফের জিমে ফিরেছেন তিনি। একদিকে মাতৃত্ব, অন্যদিকে শরীরচর্চা দুই-ই সামলেছেন সমান দক্ষতায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাঙালি মহিলা বডি বিল্ডার।

শাড়ি পরে শরীরচর্চা,  আত্মবিশ্বাসী উপস্থিতি, সব মিলিয়ে তিনি এখন জেলার ক্রীড়ামহলের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। রাস্তার ধারের পোস্টারে, ফিটনেস সচেতনতা ক্যাম্পে বডি বিল্ডার হিসেবে উঠে আসছে তারই মুখ। তার এমন প্রশিক্ষণে অনুপ্রাণিত হয়ে বহু শিক্ষানবিসও এগোচ্ছেন সুস্থ জীবনযাত্রার পথে। এভাবেই যেন পর্ণা দাস দত্ত আজ নিঃসন্দেহে হয়ে উঠেছে  আধুনিক নারীর প্রতীক।

Rudra Narayan Roy 

Scroll to Top