Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন

Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন

Last Updated:

Shubhanshu Shukla- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশনের পর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বুধবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।

News18Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন
News18

কলকাতা : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের ঐতিহাসিক মিশনের পর ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বুধবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।

হিউস্টনে কোয়ারান্টাইনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তাঁর স্ত্রী কামনা শুক্লা এবং ছয় বছর বয়সী পুত্র কিয়াশকে আলিঙ্গন করলেন। শুভাংশুর তাঁর সহকর্মী, বন্ধু এবং অসংখ্য অনুরাগীদের কাছে পরিচিত নাম ‘শুকস’। মঙ্গলবার (১৫ জুলাই) পৃথিবীতে সফলভাবে অবতরণ করেন আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে। তাঁরা হলেন কমান্ডার পেগি হুইটসন, এবং মিশন বিশেষজ্ঞ স্লাভোস উজনানস্কি-ভিশনিয়েভস্কি (পোল্যান্ড) ও টিবোর কাপু (হাঙ্গেরি)। তাঁরা সবাই বেসরকারি অ্যাক্সিওম-৪ মিশনের অংশ ছিলেন।

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, রাকেশ শর্মার ১৯৮৪ সালের সোভিয়েত রাশিয়ান মিশনের পর, মহাকাশে ভ্রমণ করা দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে। কারণ তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ পা রেখেছেন এবং পৃথিবীর কক্ষপথে সবচেয়ে দীর্ঘ সময় — ২০ দিন কাটিয়েছেন।

শুভাংশুর স্ত্রী কামনা, যিনি ২৫ জুন ফ্লোরিডা থেকে তাঁর মহাকাশ যাত্রার প্রস্তুতির পর থেকেই যুক্তরাষ্ট্রে আছেন, এখন স্বামীকে নিয়ে ঘরোয়া রান্না, শান্ত পারিবারিক সময় এবং পৃথিবী ও মহাকাশের গল্প ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছেন।

তিনি এদিন বলেন, “ওর কিছু প্রিয় খাবার রান্না করছি। কারণ জানি মহাকাশে থাকার সময় ও ঘরের খাবারটা কতটা মিস করেছে।”

উল্লেখ্য, এই দম্পতি ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা একে অপরকে চেনেন বহুদিন ধরে—লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে যখন তারা দুজনেই তৃতীয় শ্রেণিতে পড়তেন, তখন থেকেই।

বাংলা খবর/ খবর/দেশ/

Subhangshu Shukla : স্ত্রী, ছেলের সঙ্গে দেখা শুভাংশুর, ১৮ দিনের মিশনের পর এবার বাড়িতে গ্রুপ ক্যাপ্টেন

Scroll to Top