Strike : শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, আজ ধর্মঘটের ডাক AIDSO-এর

Strike : শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, আজ ধর্মঘটের ডাক AIDSO-এর

Last Updated:

Strike : শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে AIDSO-র ধর্মঘট। বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর পুলিশি অত্যাচারের দাবি তুলে আজ রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO ছাত্র সংঘটন।

আজ ধর্মঘটের ডাক AIDSO-এরStrike : শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, আজ ধর্মঘটের ডাক AIDSO-এর
আজ ধর্মঘটের ডাক AIDSO-এর

কলকাতা: শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে AIDSO-র ধর্মঘট। বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর পুলিশি অত্যাচারের দাবি তুলে আজ রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO ছাত্র সংঘটন। সকাল ৭ টা থেকে যোগমায়া দেবী কলেজে চলছে AIDSO এর ছাত্র সংগঠন। কলেজের গেটে পোস্টার ঝুলিয়ে স্লোগান ছাত্রীদের। যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবি নিয়ে আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO ছাত্র সংগঠন।

শুধু যোগমায়া দেবী কলেজ নয়। রাজ্যের বিভিন্ন কলেজেই আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO ছাত্র সংগঠন। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু কলেজেই চলছে এই ধর্মঘট।

যোগমায়া দেবী কলেজে আজ পঠন পাঠন বন্ধ রাখা হলেও কিছু কিছু ডিপার্টমেন্ট খোলা রয়েছে। তবে সেইসব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ক্লাস করতে এলে গেটের সামনে থাকা AIDSO-র ছাত্রীরা তাদের বুঝিয়ে ক্লাস বন্ধ রাখার কথা বললে অনেকেই ফিটে যাচ্ছেন বাড়ি।

১৫ মে বিকাশভবন ঘেরাও অভিযান করেন যোগ্য শিক্ষক-শিক্ষিকাট অধিকার মঞ্চ। সেইদিনই রাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে চাকরিহারা শিক্ষিকাদের। ছুটির সময় সরকারি কর্মীদের বাড়ি ফিরতে বাধা দেওয়া হলে পুলিশ লাঠিচার্জ করে।

এই নিয়েই বাকবিতণ্ডা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন ছাত্র সংগঠনও এই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। বেশ কয়েকজন অন্ত:সত্বা কর্মীও আটকে পড়েন সেদিন। একজনকে বের করার অনুমতিও দেওয়া হয় চাকরিহারাদের পক্ষ থেকে। এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন তারা একজন অন্ত:সত্বাকে বের করার কথা বললেও অন্য কর্মীরা তাঁকে বেরতে বাধা দেন।

পরে নিউজ 18 বাংলায় অন্য এক আটকে পড়া অন্তসত্বা কর্মী অন্তরা বিশ্বাস তাঁকে বেরতে না দেওয়ার অভিযোগ করলে চিন্ময় মণ্ডল ক্ষমা চেয়ে নেন। অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশকে তাদের কাজ করতে বাধা দেওয়ার অপরাধে বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়। চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডলকে আজ ডেকে পাঠানো হয়েছে৷

Scroll to Top