Last Updated:
Step Mother’s Torture: প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামীর আগের পক্ষের দুই কন্যাসন্তানকে কোনও মতেই মানতে পারতেন না তেজস্বিনী৷ অভিযোগ, খেতে না চাওয়া, স্কুলে না যাওয়ার জন্য বায়না করার মতো ছোটখাটো কারণেই তিনি মারধর করতেন দুই বোনকে৷

শোলাপুর : বিমাতার হাতে মৃত্যু হল শিশুকন্যার৷ মর্মান্তিক এই ঘটনা মহারাষ্ট্রের শোলাপুর জেলার৷ স্থানীয় মোহোল তালুকে এই ঘটনার জেরে চাঞ্চল্য পড়ে গিয়েছে৷ অভিযোগ, স্থানীয় বাসিন্দা ৩ বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার সৎ মা৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুনের অভিযোগে অভিযুক্ত তেজস্বিনী নাগেশ কোকানেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় ভাদাভাল বাসস্টপে দ্বিতীয় স্ত্রী তেজস্বিনী এবং দুই মেয়েকে নিয়ে একটি ভাড়াবাড়িতে থাকতেন নাগেশ৷
প্রসঙ্গত, বড় মেয়ে আকৃতি এবং ৩ বছরের ছোট মেয়ে-দুই সন্তানই নাগেশের প্রথম বিয়ের৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামীর আগের পক্ষের দুই কন্যাসন্তানকে কোনও মতেই মানতে পারতেন না তেজস্বিনী৷ অভিযোগ, খেতে না চাওয়া, স্কুলে না যাওয়ার জন্য বায়না করার মতো ছোটখাটো কারণেই তিনি মারধর করতেন দুই বোনকে৷ শুক্রবার রাগের বশে তেজস্বিনী তাঁর ৩ বছর বয়সি সৎ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে মৃত শিশুর বড় দিদির বক্তব্য রেকর্ড করা হচ্ছে৷ খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
Kolkata,West Bengal
August 02, 2025 11:30 PM IST