Last Updated:
SSC Job Corruption: ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আরও প্রায় ১০০টি আবেদন জমা পড়ল।
কলকাতা: ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আরও প্রায় ১০০টি আবেদন জমা পড়ল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে।
সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি একযোগে শুনানির তালিকায় আসতে পারে। ৭ জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটির শুনানির রয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান, এই ১০০ আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভবনা কম। মূল মামলার সঙ্গে জুড়ে ওই আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত।
আরও পড়ুন: বাংলাদেশের ৬৩ ওয়ান্টেড, আর বাংলাদেশ কাদের খুঁজছে? তালিকায় এ কার নাম! অবিশ্বাস্য
হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুদীপ পোড়েল-সহ ৯৩ জন। তাঁদের যুক্তি, হাইকোর্টের চাকরি বাতিল নিয়ে রায়ের বিরুদ্ধ যুক্তি বা বক্তব্য তাঁদের থেকেও শোনা হোক। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে। এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি।
আরও পড়ুন: ধরা দিয়েছে বাঘিনী জিনাত, কেমন আছে সে? এবার তাকে কী করা হবে জানেন?
২০২৪ এপ্রিল মাসে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিক ভাবে হাইকোর্টের ওই রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, “যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে।” ৭ জানুয়ারি সিবিআই তদন্তে পাওয়া সর্বশেষ তথ্য অবগত করবে আদালতকে। একই সঙ্গে সওয়াল করবে হাইকোর্টের মূল মামলাকারীরাও।
অর্ণব হাজরা
Kolkata,West Bengal
December 29, 2024 9:41 PM IST