SSC: যোগ্য তালিকা প্রকাশে আগামীকাল থেকেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা, শুরু প্রস্তুতি

SSC: যোগ্য তালিকা প্রকাশে আগামীকাল থেকেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা, শুরু প্রস্তুতি

Last Updated:

অযোগ্য নয় এই তালিকা স্কুলে স্কুলে পৌঁছতেই শুরু হয়ে গেল স্কুলে যাওয়ার প্রস্তুতি। যোগ্যদের তালিকায় থাকা ২০১৬ এর নিয়োগ এর প্যানেলে নাম থাকা যোগ্য শিক্ষক/শিক্ষিকারা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল থেকেই।

যোগ্য তালিকা প্রকাশের পরেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক/শিক্ষিকারা SSC: যোগ্য তালিকা প্রকাশে আগামীকাল থেকেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা, শুরু প্রস্তুতি
যোগ্য তালিকা প্রকাশের পরেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক/শিক্ষিকারা

কলকাতা: অযোগ্য নয় এই তালিকা স্কুলে স্কুলে পৌঁছতেই শুরু হয়ে গেল স্কুলে যাওয়ার প্রস্তুতি। যোগ্যদের তালিকায় থাকা ২০১৬ এর নিয়োগ এর প্যানেলে নাম থাকা যোগ্য শিক্ষক/শিক্ষিকারা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল থেকেই। স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে আগামীকাল থেকে আন্দোলন চললেও তারা স্কুলে যাবেন। ক্লাস করাবেন। ৩০ তারিখ থেকে গরমের ছুটি পড়ছে। তার আগে কয়েকদিন স্কুলে গিয়ে শিক্ষকতা করাতে চা বলেই খবর।

আরও পড়ুন: চাকরিহারাদের বিক্ষোভে প্রথম সারিতে তিনি, SSC-র ‘যোগ্য’ তালিকায় নাম নেই খোদ চিন্ময় মণ্ডলেরই

যে সকল শিক্ষক/শিক্ষিকাদের যোগ্যদের তালিকায় নাম রয়েছে তাঁরা স্কুল যেতে আগ্রহী বলেই জানা গিয়েছে। যদিও যোগ্যদের তালিকায় কয়েকজনের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, তাদের তালিকা তৈরি করে এসএসসি চেয়ারম্যানের কাছে দেওয়া হবে। তাদের বিষয়টিও দেখা হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সল্টলেকের এসএসসি ভবনের সামনে সোমবার দুপুর থেকে শুরু হওয়া চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান-আন্দোলন চলছে। সোমবার রাত থেকে সময় যত গড়িয়েছে, ভিড় ততই বেড়েছে।

আরও পড়ুন: থমকে ইন্টারভিউ, বেরোয়নি শেষ পরীক্ষার ফল! এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় বিজ্ঞপ্তি

শুধু চাকরিহারারাই নন, এই অবস্থানে যোগ দিয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা। সমর্থন জানাতে দেখা গিয়েছে বহু সাধারণ মানুষকেও। এই সম্মিলিত ঘেরাওয়ের মুখে দিনভর আটকে থাকতে হয়েছে এসএসসি ভবনের প্রায় ২৪ জন কর্মীকে। কিন্তু, এই তালিকা প্রকাশে কিছুটা হলেও স্বস্তিতে আন্দোলনকারীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

SSC: যোগ্য তালিকা প্রকাশে আগামীকাল থেকেই স্কুলে যেতে চান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা, শুরু প্রস্তুতি

Next Article

SSC Recruitment Scam: চাকরিহারাদের বিক্ষোভে প্রথম সারিতে তিনি, এসএসসির ‘যোগ্য’ তালিকায় নাম নেই খোদ চিন্ময় মণ্ডলেরই!

Scroll to Top