Last Updated:
SSC: শীর্ষ আদালতের রায়ের পরেই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা সুন্দরবনের প্রত্যন্তের স্কুলে!

কুলতলির ভগবান চন্দ্র হাই স্কুল
দক্ষিণ ২৪ পরগনা: আদালতের রায়ে চাকরি গেল প্রায় ২৬ হাজারের কাছাকাছি। এর প্রভাব পড়ল সুন্দরবন ভগবান চন্দ্র হাই স্কুলে। পরীক্ষা চলছিল আর সেই সময় কোর্টের নির্দেশের কথা জানতে পারেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর পরীক্ষা নিতে নিতে স্কুল থেকে চলে গেলেন ১১ জন শিক্ষক শিক্ষিকা। এত জন শিক্ষক-শিক্ষিকা একসঙ্গে একই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কি স্কুলের পরীক্ষা বাতিল হবে? সেই নিয়েই উঠছে প্রশ্ন।
অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান এবং অঙ্কের ছিলেন। তাদের উপর ভরসা করেই স্কুলে সায়েন্স সাবজেক্ট চলছে গত তিন বছর ধরে।পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে চলছে পরীক্ষা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ১১ জন শিক্ষকের চাকরি যাওয়াতে সমস্যার মধ্যে পড়েছে কুলতলী বিধানসভার জামতলা ভগবান চন্দ্র হাই স্কুল।
যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন শিক্ষকরা। স্কুলে পরীক্ষা চলছে। আগামিদিনে কীভাবে স্কুল চলবে, তা নিয়েই চিন্তা মধ্যে পড়েছেন শিক্ষকরা। স্কুলে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে। কুলতলির একটা প্রত্যন্ত এলাকায় বিজ্ঞান বিভাগ কী ভাবে চলবে তা নিয়ে চিন্তায় স্কুল। সুন্দরবনের প্রান্তিক এলাকার এই স্কুল অত্যন্ত ভাল বলে এলাকায় পরিচিত।
এখানে সুন্দরবনের প্রান্তিক এলাকার বহু ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। এই স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাতে শিক্ষক শিক্ষিকা এমনিতেই অনেকটাই কম। শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়ে যাওয়ার কারণে শুধু আমাদের স্কুল নয় সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকার স্কুলগুলিতেও পঠন-পাঠনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ।
— সুমন সাহা
Kolkata,West Bengal
April 04, 2025 5:20 PM IST
SSC: অবিশ্বাস্য! এত নামকরা স্কুল, চাকরি চলে গেল এত জন শিক্ষকের! এবার কি বন্ধ হয়ে যাবে বিখ্যাত সেই স্কুলের দরজা?
North 24 Parganas News:গরুর লাথিতে চোখ অন্ধ হয়েছিল, কিডনি পাচার কাণ্ডে শীতলকে ধরেই বড় মাথার খোঁজ পুলিশের