Last Updated:
মন্দিরের সেবাইতরা জানিয়েছেন, যোগেশ্বর শিব মন্দির উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী চারচালা শৈলীর। মন্দিরটিতে কোনও অলঙ্করণ নেই। গর্ভগৃহে অনেকটা নীচে সয়ম্ভূ যোগেশ্বর শিব নিত্য পুজিত হন।

যুগশ্বরা শিব মন্দির
বড়ঞা, কৌশিক অধিকারী: প্রাচীন কাল থেকে চলে আসা রীতি মেনেই মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের যুগশ্বরায় যজ্ঞেশ্বর মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। শ্রাবণ মাসে ঘুরে আসুন বাংলার টেরাকোটার শিল্প জুড়ে থাকা এই যুগশ্বরা শিব মন্দিরে।
আগামী সোমবার শেষ সোমবার। শ্রাবণ মাসে একদিনের জন্য যেতেই পারেন বাংলার প্রাচীন টেরাকোটার শিল্প নিদর্শনে থাকা শিব মন্দিরে। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত যুগশ্বরা একটি গ্রাম। লোকমুখে ‘যুগশরা’ নামে পরিচিত। গ্রামটি বেশ প্রাচীন। গ্রামে যোগেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে অবস্থিত যোগেশ্বর শিব ও আরও কয়েকটি মন্দির উল্লেখযোগ্য। এই যোগেশ্বর শিবের নাম থেকেই গ্রামের নাম হয়েছে যুগশ্বরা। জনশ্রুতি অনুযায়ী, বীরভূমের রাজা রামজীবন রায় এই যোগেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই মন্দির চত্বর গাছগাছালিতে ভরা। মন্দির চত্বরে মোট ১৩টি মন্দির আছে। এর মধ্যে ৯ টি মন্দিরে নিত্য পুজো অনুষ্ঠিত হয়।
মন্দিরের সেবাইতরা জানিয়েছেন, যোগেশ্বর শিব মন্দির উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী চারচালা শৈলীর। মন্দিরটিতে কোনও অলঙ্করণ নেই। গর্ভগৃহে অনেকটা নীচে সয়ম্ভূ যোগেশ্বর শিব নিত্য পুজিত হন। মন্দিরের সামনের দেওয়ালে টেরাকোটার অলঙ্করণ আছে। টেরাকোটার বিশেষ বেশ কিছু নির্দশন আছে। যা রামরাবণের যুদ্ধ, বেণু কৃষ্ণ, কুবলইপীড় বধ, কালী ও মহিষাসুরমর্দিনী মূর্তি ইত্যাদি। এছাড়াও টেরাকোটার শিল্প আছে মন্দিরের খিলানের উপরের কাজ রামরাবণের যুদ্ধ। টেরাকোটার ফুল, কৃষ্ণের কুবলয়পীড় বধ ও বেণুকৃষ্ণ, কৃষ্ণের কালীয় দমন ও কৃষ্ণের কুবলয়পীড় বধ। শ্রাবণ মাসে নিত্যদিন যেমন চলে পুজো। ঠিক তেমনই শেষ সোমবারে ভক্তদের ভিড় হবে চোখে পড়ার মতো।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 07, 2025 10:55 AM IST
Srabani Shib Temple: শ্রাবণ মাস তো চলছেই… একবার ফাঁক পেলে ঘুরে আসুন বাংলার টেরাকোটার শিল্প যুগশ্বরা শিব মন্দিরে