Last Updated:
কলেজ খুললেও নিয়মের কড়াকড়ি। কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ। ক্যাম্পাসে ঢুকতে আই-কার্ড বাধ্যতামূলক, নোটিস জারি কলেজ কর্তৃপক্ষের। কসবার ল’কলেজে মোতায়েন পুলিশ বাহিনী।

কলকাতা: খুলল কসবার ল’ কলেজ, ১০ দিন পর ফের খুলল কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজ। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর বন্ধ ছিল কলেজ। সোমবার কলেজ খুললেও হবে না ক্লাস। পরীক্ষার ফর্ম ফিলআপ চলবে। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত ফর্ম ফিলআপ। মঙ্গলবার থেকে থেকে স্নাতকোত্তরে ক্লাস। গাইডলাইন মেনেই ক্লাস হবে বলে জানান ভাইস প্রিন্সিপাল।
কলেজ খুললেও নিয়মের কড়াকড়ি। কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ। ক্যাম্পাসে ঢুকতে আই-কার্ড বাধ্যতামূলক, নোটিস জারি কলেজ কর্তৃপক্ষের। কসবার ল’কলেজে মোতায়েন পুলিশ বাহিনী।
সূত্রের খবর, সোমবার, ৭ জুলাই সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজ খোলা থাকছে। ওই নির্দিষ্ট সময়েই সমস্ত পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কলেজে থাকতে পারবেন। দুপুর ২টোর পর কলেজের নিরাপত্তা রক্ষীরাও ক্যাম্পাসে থাকতে পারবেন না। কলেজে প্রবেশের সময় প্রত্যেক পড়ুয়াদের বৈধ আইডি কার্ড দেখাতে হবে। উপযুক্ত কারণ ছাড়া কোনও শিক্ষার্থীকেই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না।
Kolkata,West Bengal
July 07, 2025 8:57 AM IST