Last Updated:
দেউলবাড়ির পর এবার বাঘের আতঙ্ক ঝড়খালিতে

দক্ষিণ ২৪ পরগনা: এবার বাঘের আতঙ্ক ঝড়খালিতে। এলাকার মানুষ ঝড়খালি চার নম্বর গ্রাম লাগোয়া নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বন দফতরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। তাঁদের অনুমান গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যেই ঢুকে রয়েছে দক্ষিণরায়। ফলে সেই এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ইতিমধ্যেই ঘিরে রেখেছেন বনকর্মীরা।
তাঁদের অনুমান সুন্দরবনের হেরোভাঙা জঙ্গল থেকে বের হয়ে হেরোভাঙা নদী পার হয়ে এই গ্রামে ঢুকে পড়েছে বাঘটি। বাঘ যাতে জঙ্গলে ফিরে যায় সেই কারণে পটকা ফাটানো হচ্ছে। বন কর্মীরা এলাকায় গিয়ে বাঘের পায়ের ছাপ ক্ষতিয়ে দেখছেন বলে এলাকাবাসী সূত্রের খবর।
আরও পড়ুন: ২০০ জুম, ৩০০ বুলেট ক্যামেরা বসছে ডায়মন্ড হারবারে! খরচ ৩ কোটি টাকা, কেন এমন সিদ্ধান্ত
এক বনকর্মী বলেন, “আমরা খবর পাই যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং গোটা জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে এলাকাবাসীদের কোন ক্ষতি না হয়।” এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা আতঙ্কে রয়েছি। আমরা বাড়ির মধ্যে ভয়ে গৃহবন্দী রয়েছি। প্রায় সময় জঙ্গল থেকে বাঘ এই এলাকায় ঢুকে যায়। আমরা চাই আমাদের সুরক্ষার জন্য বন দফতরের পক্ষ থেকে জঙ্গলটি যেন স্থায়ীভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এর ফলে সহজে কোন হিংস্র প্রাণী নদী পেরিয়ে গ্রামে প্রবেশ করতে পারবে না।”
সুমন সাহা
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 24, 2025 4:34 PM IST
Indian Army Martyred: ‘ভাই আর নেই’, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাঙালি সেনা জওয়ান! শোকে পাথর মা