Last Updated:
ভোটার তালিকায় রয়েছে ভুতুড়ে ভোটার। এই অভিযোগ রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা অভিযোগ করেছেন, কাকদ্বীপ বিধানসভার তিনটি পঞ্চায়েতে ২০২২ সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে।

কাকদ্বীপ এসডিও অফিস
নবাব মল্লিক, কাকদ্বীপ: ভোটার তালিকায় রয়েছে ভুতুড়ে ভোটার। এই অভিযোগ রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা অভিযোগ করেছেন, কাকদ্বীপ বিধানসভার তিনটি পঞ্চায়েতে ২০২২ সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে।
সরকারি কর্মচারিদের একাংশের যোগসাজশে এই কারচুপি চলছে বলে অভিযোগ। ইতিমধ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপ মহকুমার সহকারি সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই।
কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার করা অভিযোগের ভিত্তিতে মহকুমা ও জেলা প্রশাসন তদন্ত করে এই কারচুপি ধরে।
বিধায়কের আরও অভিযোগ, কাকদ্বীপ বিধানসভার তিনটি পঞ্চায়েতে ২০২২ সালের পর থেকে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারিদের একাংশের যোগসাজশে এই কারচুপি চলছে বলে অভিযোগ।
কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, এই কারচুপির ঘটনায় নির্বাচনের সঙ্গে যুক্ত ৩ জন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে ১৩০ জন ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাকদ্বীপে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি ও ভুয়ো ভোটারের বিষয়ে নজর রাখছে রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal