South 24 Parganas News: ববস্তা বস্তা চকোলেট বোম! পুলিসি তল্লাশিতে ১৮৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার

South 24 Parganas News: ববস্তা বস্তা চকোলেট বোম! পুলিসি তল্লাশিতে ১৮৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার

Last Updated:

South 24 Parganas: বারুইপুর পুলিস জেলা ও ডায়মন্ডহারবার পুলিস জেলার আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৮৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজির মশলা উদ্ধার করেছেন।

উদ্ধার বাজি South 24 Parganas News: ববস্তা বস্তা চকোলেট বোম! পুলিসি তল্লাশিতে ১৮৮ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার
উদ্ধার বাজি 

দক্ষিণ ২৪ পরগনা: পাথরপ্রতিমার ঢোলাহাটে মজুত বাজি বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল পুলিস ও প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকায় আতসবাজি তৈরি হয়। তার মধ্যে চম্পাহাটি, হাড়াল, মহেশতলা, নোদাখালি, নুঙ্গি অন্যতম। এই সকল এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ।

এইসব জায়গায় সবুজ বাজির পাশাপাশি চলে নিষিদ্ধ শব্দবাজির বেআইনি ব্যবসা। বারুইপুর পুলিস জেলা ও ডায়মন্ডহারবার পুলিস জেলার আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৮৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজির মশলা উদ্ধার করেছেন। গ্রেফতার করা হয়েছে মোট পাঁচজনকে। দুই পুলিস জেলা থেকে জানানো হয়েছে, এখন প্রতিদিনই তল্লাশি অভিযান চলবে।

আরও পড়ুনঃ Virat Kohli: আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই

বারুইপুর পুলিস জেলার অন্তর্গত হাড়ালে অভিযান চালিয়ে ৩০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে বারুইপুর থানা। তার মধ্যে বেশিরভাগই চকোলেট বোম। বারুইপুর পুলিস জেলার সুপার পলাশ ঢালি বলেন,”ওই বাজি কারখানার মালিক পলাতক। তবে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও এমন পদক্ষেপ নিয়েছিল পুলিস। আগামী দিনেও তা চলবে।”

সুমন সাহা

Next Article

East Bardhaman: দামোদরের জলে কী ভাসছে ওটা! কাছে যেতেই হাড়হিম সকলের, মুহূর্তে শোরগোল পড়ে গেল গোটা এলাকায়

Scroll to Top