South 24 Parganas News: বটবৃক্ষে উত্তরীয় পরিয়ে কৃষি মেলা থেকে সবুজ বাঁচানোর সংকল্প সাগরে

South 24 Parganas News: বটবৃক্ষে উত্তরীয় পরিয়ে কৃষি মেলা থেকে সবুজ বাঁচানোর সংকল্প সাগরে

Last Updated:

South 24 Parganas News: বটবৃক্ষে উত্তরীয় পরিয়ে কৃষি মেলা থেকে সবুজ বাঁচানোর সংকল্প নেওয়া হল সাগরে। সেই সঙ্গে কোন মাটিতে কি চাষ হবে, এবং কতটা সার প্রয়োগ করলে সেই চাষাবাদ ভাল হবে তা জানতে মাটি পরীক্ষার দিকে জোর দেওয়া হয়েছে।

X

South 24 Parganas News: বটবৃক্ষে উত্তরীয় পরিয়ে কৃষি মেলা থেকে সবুজ বাঁচানোর সংকল্প সাগরে

বটবৃক্ষে পরানো হচ্ছে উত্তরীয় 

দক্ষিণ ২৪ পরগনা: বটবৃক্ষে উত্তরীয় পরিয়ে কৃষি মেলা থেকে সবুজ বাঁচানোর সংকল্প নেওয়া হল সাগরে। সেই সঙ্গে কোন মাটিতে কি চাষ হবে, এবং কতটা সার প্রয়োগ করলে সেই চাষাবাদ ভাল হবে তা জানতে মাটি পরীক্ষার দিকে জোর দেওয়া হয়েছে।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে এই কৃষি মেলায় উপস্থিত ছিলেন। তিনি বটগাছে জল দেন পরে উত্তরীয় পরান গাছে। এরপরই মাটি পরীক্ষার প্রয়োজনীতার কথা তিনি তুলে ধরেন সকলের কাছে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এই কর্মসূচিতে সাগর ব্লকের বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের দাবি সমস্ত ফসল ফলাতে ব্যবহার করা হয়েছে জৈব সার। ছিল বিশাল সাইজের কুমড়ো, মুলো সহ আরও অনেক ফসল।

আরও পড়ুন: 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পরপর ধামাকা! রকেটের গতিতে বাড়ছে বেতন! পাল্লা দিয়ে আকাশ ছোঁবে পেনশনও?

এই মেলায় এসে ১৫ টি গ্রামের ১৫ জন কৃষককে ‘কৃষি সম্পদ’ সংবর্ধনা দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই সমস্ত চাষীদের মধ্যে অধিকাংশ জনই ছিল মহিলা।

আরও পড়ুন: Government Pension Scheme On Budget 2025: বাজেটে বিরাট ঘোষণার সম্ভাবনা! পেনশনের টাকা দ্বিগুণ ৫,০০০ নয় সরাসরি কড়কড়ে ১০,০০০ টাকা

এই সমস্ত কৃষকরা কেঁচো সার তৈরি, পুকুরে মিশ্র চাষ, হাঁস, ছাগল, গরু প্রতিপালন সহ একাধিক প্রশিক্ষণ নিয়ে এবং আর্থিক সহয়তা পেয়ে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করে নজির সৃষ্টি করেছে এলাকায়।

নবাব মল্লিক 

Next Article

Bankura News: বাড়িতেই রামধনু! কীভাবে করলেন বাঁকুড়ার শিক্ষক

Scroll to Top