South 24 Parganas News: ‘জলে মারার অভিযোগ’! পানীয় জলেও ‘আমরা ওরা’! যা-তা কাণ্ড বারুইপুরে

South 24 Parganas News: ‘জলে মারার অভিযোগ’! পানীয় জলেও ‘আমরা ওরা’! যা-তা কাণ্ড বারুইপুরে

Last Updated:

বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংযোগ নিয়ে রাজনীতির অভিযোগ

বারুইপুর পুরসভা South 24 Parganas News: ‘জলে মারার অভিযোগ’! পানীয় জলেও ‘আমরা ওরা’! যা-তা কাণ্ড বারুইপুরে
বারুইপুর পুরসভা 

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে পানীয় জলের সংযোগ নিয়ে রাজনীতির অভিযোগ উঠল বারুইপুর পুরসভা এলাকায়। অভিযোগ, পাইপ লাইন যাওয়ার জন্য মাটি খোঁড়া হলেও পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি অধিকাংশ ওয়ার্ডে। এই ব্যাপারে বারংবার স্থানীয় কাউন্সিলরদের জানান হলেও কাজ হয়নি।

এই প্রসঙ্গেই বারুইপুরের বিজেপির মণ্ডল সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে প্রতি বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু বারুইপুর পুরসভা এলাকায় তা দেওয়া হচ্ছে না। আগামীদিনে এই বঞ্চিত পরিবারের সদস্যদের নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ হবে।” যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। আমরা বৈষম্যর রাজনীতি করি না। জল পাওয়ার অধিকার সবার আছে। সবাই পাবে।”

আরও পড়ুন: তিস্তাই ভরসা! আর মাস দুয়েকের অপেক্ষা, ১৯ হাজার পরিবারে ফুটবে হাসি!

বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। এর মধ্যে অধিকাংশ ওয়ার্ডে কিছু পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি বলে বিরোধীদের অভিযোগ। পুর এলাকার বাসিন্দা গৌরী হালদার বলেন, “আমরা বিজেপি করি। তাই পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি। এর জন্য বাড়ির সামনে মাটি খোঁড়াখুড়ি হলেও কাজ হয়নি।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

একই কথা বলেন আর এক বাসিন্দা অন্নদাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, “সবাই যখন জলের লাইন পাচ্ছে আমরা কেন পাবনা? আমি সিপিএম করি তাই ব্রাত্য। সরকারি সুযোগ-সুবিধা সবারই তো পাওয়া দরকার।” স্বরূপ দত্ত বলে আর এক পুরনাগরিক বলেন, “আমরা বিজেপি করি। তাই পানীয় জলের সংযোগ দেওয়া হয়নি। কিন্তু এলাকাতে সবার বাড়িতেই পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে।”

সুমন সাহা

Next Article

Birbhum News: ৫ টাকাতেই কামাল! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছাত্রীদের সংখ্যা! যা করে দেখাল এই স্কুল

Scroll to Top