Last Updated:
South 24 Parganas News: পানীয় জলের কল অকেজো অবস্থায় পড়ে আছে। তাই স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে সেই খবর সম্প্রচারের পরেই তৎপর ব্লক প্রশাসন।

কল দিয়ে জল পরছে
দক্ষিণ 24 পরগনা: পানীয় জলের কল অকেজো অবস্থায় পড়ে আছে। তাই স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে সেই খবর আমাদের সম্প্রচারের পরেই তৎপর ব্লক প্রশাসন। তড়িঘড়ি গভীর নলকূপ সারাইয়ের কাজ করে, নলকূপ থেকে জল এল। আরও একটি নলকূপ বসবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন।
দীর্ঘ দুই বছর ধরে স্কুলে পানীয় জলের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তা পেরিয়ে জল আনতেন মিড ডে মিল রান্নার কাজে ব্যবহার হতো পুকুরের জল। প্রায় সময়েই জলে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটে যেতে। বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকারবেড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের। এই স্কুলের ছাত্র ছাত্রী ৯৩ জন। তুলনায় শিক্ষক আছেন মাত্র ৪ জন। চাকারবেড়িয়া-ধোপাগাছি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সবে গরম পড়তে শুরু করেছে। তার মধ্যেই অ্যাসবেস্টাসের ছাউনির ঘরে চলছে ক্লাস। পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে আছে বহু দিন ধরে। যার জেরে ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছিল।
স্কুলের সামনেই পুকুর। সেই পুকুরের জলই ছিল তাদের ভরসা। পাশাপাশি মিড ডে মিলের খাবারের থালা পুকুরে ধুতে যেতে হত। তারপর সেই খবর নিউজ এইট্টিন লোকাল তুলে ধরা হয় ওই খবর দেখে বিস্মিত হয়েছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ
বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ওই স্কুল পরিদর্শনে যান। প্রধান শিক্ষক চঞ্চল নস্করের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলেন তিনি।
পরে বিমানবাবু বলেন, এই স্কুলে জল সঙ্কট দূর করতে দ্রুত নলকূপ বসানো হবে। পাশাপাশি, নিহাটা গ্রামে পানীয় জলের সমস্যার সমাধানে বিধায়ক তহবিলের অর্থে সার-মার্সিবল পাম্প বসছে। এর ফলে স্কুল এবং এলাকার মানুষের সমস্যা মিটবে।
সুমন সাহা
Kolkata,West Bengal
March 13, 2025 9:05 PM IST
West Medinipur News: এমন স্কুলের পরিবেশ সত্যিই আদর্শ! এমন প্রাথমিক বিদ্যালয় সত্যিই বিরল