Sourav Ganguly: এমন ঘটনা আগে ঘটেনি! পুলিশের দ্বারস্থ্য সৌরভের পরিবার, কী ঘটল গঙ্গোপাধ্যায় পরিবারে?

Sourav Ganguly: এমন ঘটনা আগে ঘটেনি! পুলিশের দ্বারস্থ্য সৌরভের পরিবার, কী ঘটল গঙ্গোপাধ্যায় পরিবারে?

Last Updated:

Sourav Ganguly: সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় সহ পুরো পরিবারের নামে কুৎসা ও অপ্রচার করার অভিযোগ। ঘটনায় পুলিশের দ্বারস্থ্য হলেন সৌরভ ঘরনি।

News18Sourav Ganguly: এমন ঘটনা আগে ঘটেনি! পুলিশের দ্বারস্থ্য সৌরভের পরিবার, কী ঘটল গঙ্গোপাধ্যায় পরিবারে?
News18

সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় সহ পুরো পরিবারের নামে কুৎসা ও অপ্রচার করার অভিযোগ। ঘটনায় পুলিশের দ্বারস্থ্য হলেন সৌরভ ঘরনি। সোশ্যাল মিডিয়ায় বারবার সমস্যায় পড়ছেন গঙ্গোপাধ্যায় পরিবার। কখনও ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও অপমানজনক পোস্টের শিকার।

পিয়ালি মজুমদার নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লম্বা লেখা দিয়ে সৌরভ ও তাঁর পরিবারের সমালোচনা করেন। নিজেকে সৌরভের পাড়ার বাসিন্দা দাবি করে ওই মহিলা অভিযোগ করেন, পাড়ার এক সবজি বিক্রেতা অসুস্থ হওয়াক পর চিকিৎসায় সাহায্যের জন্য পরপর ৬ দিন সৌরভের বাড়িতে গিয়েও কোনও সাহায্য মেলেনি। এমনকী ডোনার বিরুদ্ধে সরকারি স্টিকার লাগানো গাড়ি চড়ারও অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় লন্ডন থেকে ই-মেল মারফত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। অভিযোগে লিখেছেন, “আমার ও আমার স্বামীর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমার ও আমার স্বামীর ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফত নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে।”

আরও পড়ুনঃ আইপিএলের মাঝেই সুখবর রোহিত-কোহলিদের জন্য! ভাগ্য ফিরছে আরও এক তারকার

এখানেই থেমে থাকেননি ডোনা। সরকারি স্টিকার লাগানো গাড়ি চড়া প্রসঙ্গে লিখেছেন,”গাড়ির বিষটি সম্পূর্ণ মিথ্যে তথ্য। আমার পরিবারের কারও গাড়িও নয়। আমার বা আমার পরিবারের কোনও গাড়িতে এমন কোনও স্টিকার নেই যেখানে রাজ্য সরকারের স্টিকার রয়েছে।” পোস্টটি ওই মহিলা ডিলিট করে দিয়ে অপর একটি পোস্টে অভিযোগ করেছেন , আগের পোস্টের জন্য হুমকির শিকার হচ্ছেন তিনি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/খেলা/

Sourav Ganguly: এমন ঘটনা আগে ঘটেনি! পুলিশের দ্বারস্থ্য সৌরভের পরিবার, কী ঘটল গঙ্গোপাধ্যায় পরিবারে?

Next Article

আইপিএলের মাঝেই সুখবর রোহিত-কোহলিদের জন্য! ভাগ্য ফিরছে আরও এক তারকার

Scroll to Top