Social Worker: হোটেল আর মুদির দোকান চালিয়ে ক্যানসাররোগী ও দৃষ্টিহীনদের মুখে বিনামূল্যে খাবার তুলে দেন এই সমাজসেবী

Social Worker: হোটেল আর মুদির দোকান চালিয়ে ক্যানসাররোগী ও দৃষ্টিহীনদের মুখে বিনামূল্যে খাবার তুলে দেন এই সমাজসেবী

Last Updated:

Social Worker: এভাবেই ধীরে ধীরে তিনি সমাজের এই মানুষগুলোর জন্য কাজ করে চলেছেন নিঃশব্দে। এছাড়াও তিনি ক্যানসার আক্রান্ত ও দৃষ্টিহীনদের জন্য দিয়ে থাকেন বিনামূল্যে খাবার।

X

Social Worker: হোটেল আর মুদির দোকান চালিয়ে ক্যানসাররোগী ও দৃষ্টিহীনদের মুখে বিনামূল্যে খাবার তুলে দেন এই সমাজসেবী

প্রতিকী ছবি

সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের একটু দূরে অবস্থিত নিউ কোচবিহার রেল স্টেশন। আর স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সামাজিক কর্মকাণ্ড ব্যাপক ভাইরাল বর্তমানে। দীর্ঘ সময় ধরে তিনি সমাজের গরিব-দুঃস্থ মানুষের জন্য ৫ টাকায় ও ১০ টাকায় খাবার দিচ্ছেন। তবে এই গোটা কর্মকাণ্ডের আর্থিক যোগান তিনি চালান তাঁর নিজের খাবারের হোটেল এবং মুদিখানার দোকান থেকে। এভাবেই ধীরে ধীরে তিনি সমাজের এই মানুষগুলোর জন্য কাজ করে চলেছেন নিঃশব্দে। এছাড়াও তিনি ক্যানসার আক্রান্ত ও দৃষ্টিহীনদের জন্য দিয়ে থাকেন বিনামূল্যে খাবার।

সমাজসেবী দীপ্তেশ সেন জানান, “দীর্ঘ সময় আগে থেকে তিনি এই খাবার হোটেলের কাজ করছেন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এরমধ্যে তিনি অন্ন নিয়ে কাজ করে চলেছেন। বহু মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরে তিনি রীতিমতো খুশি। তবে বাকিদের কাছে ৫ টাকা কিংবা ১০ টাকায় খাবার দেওয়া হলেও ক্যানসার আক্রান্ত এবং দৃষ্টিহীনদের জন্য তিনি কোনও মূল্য নেন না। সম্পূর্ণ বিনামূল্যে তিনি তাঁদের এই খাবার দিয়ে থাকেন। এতে বহু মানুষ অনেকটাই খুশি হন তাঁর এই বিশেষ প্রয়াসের কারণে।”

তিনি আরও জানান, তাঁর এই খাবার হোটেলে বসে বই পড়ারও সুযোগ রয়েছে। সমাজের বাকি মানুষের জন্য তাঁর খাবার হোটেলে সব ধরনের মেনু থাকছে। আর সেই খাবার হোটেলে থেকে যা রোজগার তিনি করছেন, সেই রোজগারের টাকাতেই তিনি এই সামাজিক কর্মকাণ্ড করে চলেছেন দীর্ঘ সময় ধরে। তাঁর খাবার হোটেলের এক গ্রাহক গোপাল গোস্বামী জানান, “এই ব্যক্তির বিশেষ কর্মকাণ্ড দেখে যদি আরও মানুষ উদ্বুদ্ধ হন তবে সমাজের অনেকটাই উপকার হবে। এই ব্যক্তি যেভাবে নিঃশব্দে কাজ করে চলেছেন, তাই তাঁর প্রশংসা করতেই হয়।”

আরও পড়ুন : একটুর জন্য অধরা মেধাতালিকা, বাঁকুড়ার মেধাবিনী এ বার জয় করলেন রিয়্যালিটি শো

বর্তমান সময়ে এই ব্যক্তির বিশেষ কর্মকাণ্ড ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। সমাজের ক্যানসার আক্রান্ত এবং দৃষ্টিহীন মানুষদের জন্য করা তার এই কাজ বেশ অনেকটাই প্রশংসা পাচ্ছে সকলের কাছে। আগামী দিনেও তিনি এই কর্মকাণ্ড এভাবেই চালিয়ে যেতে চান, এটাই তাঁর প্রত্যাশা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Social Worker: হোটেল আর মুদির দোকান চালিয়ে ক্যানসাররোগী ও দৃষ্টিহীনদের মুখে বিনামূল্যে খাবার তুলে দেন এই সমাজসেবী

Next Article

Success Story: একটুর জন্য অধরা মেধাতালিকা, বাঁকুড়ার মেধাবিনী এ বার জয় করলেন রিয়্যালিটি শো

Scroll to Top