Last Updated:
Snake Bite: জ্যান্ত সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী। রোগীর কাণ্ড দেখে রীতিমতো হুলুস্থূল হাসপাতাল চত্বরে। সাপে কামড়ালে কি চিকিত্সার কাজে আদৌ কোনওভাবে প্রয়োজন হয় সেই সাপের?

বাসন্তী: জ্যান্ত সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী। রোগীর কাণ্ড দেখে রীতিমতো হুলুস্থূল হাসপাতাল চত্বরে। সাপে কামড়ালে কি চিকিত্সার কাজে আদৌ কোনওভাবে প্রয়োজন হয় সেই সাপের? এ ব্যাপারে বিশদে জানালেন চিকিত্সক।
মাছের জালে আটকেছিল একটি সাপ। জাল থেকে সাপটিকে ছাড়াতে গেলে সাপের ছোবল খান ইয়াসিন লস্কর নামে ঐ ব্যক্তি। বাসন্তীর ছয় নম্বর সোনাখালী গ্রামের ঘটনা। ঘটনায় জখম হলেও একটু ভয় না পেয়ে সাপটিকে ধরে সোজা বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন ঐ বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
অবশেষে চিকিৎসকের পরামর্শে সাপ টিকে ছেড়ে দেওয়া হলেও ওই বৃদ্ধকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সর্পরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় তিনি জানিয়েছেন সাপে কামড়ালে সাপকে সঙ্গে করে নিয়ে আসতে হয় না কারণ রোগীর লক্ষণ দেখে বোঝা যায় কোন সাপে কামড়েছে সেই মতন তারা তার চিকিৎসা দেন বলে তিনি জানান।
আরও পড়ুন: রোজ চড়ছেন, ‘বাসের’ ফুল ফর্ম কি বলুন তো? ৯৯% লোকজনই ডাহা ফেল, উত্তর শুনলে চমকে যাবেন
এছাড়া এই প্রসঙ্গে সাবধান করলেন চিকিত্সক। তিনি আরও জানান যে সাপকে সঙ্গে নিয়ে আসলে আবারও সাপে কামড়ানোর ভয় থাকে এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি দাবী করেন।
অনুপ বিশ্বাস
Kolkata,West Bengal
March 16, 2025 8:17 PM IST
Snake: জ্যান্ত সাপ হাতে নিয়ে হাসপাতালে সাপে কাটা রোগী! হুলুস্থূলু কাণ্ড, চিকিত্সার কাজে কি সত্যিই প্রয়োজন কামড় দেওয়া সাপ? কী বলছেন চিকিত্সকরা
Crime: বাগুইআটির ফাঁকা ফ্ল্যাট থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার গয়না-টাকা! বেড়াতে গিয়ে ফিরে এসে মাথায় হাত গৃহকর্তার