
সাম্প্রতিক গবেষণা বলছে, বাথরুমে বসে স্মার্টফোন ঘাঁটার অভ্যাস নিঃশব্দে ডেকে আনছে একাধিক স্বাস্থ্যঝুঁকি।
গবেষণায় দেখা গিয়েছে, টয়লেটে স্মার্টফোন ব্যবহারের সঙ্গে অর্শ (হেমোরয়েডস)-এর যোগসূত্র রয়েছে। দেখা গিয়েছে—
প্রতি তিনজন প্রাপ্তবয়স্কর মধ্যে দু’জনই টয়লেটে স্মার্টফোন ব্যবহার করেন।
স্মার্টফোন ব্যবহারকারীদের বড় অংশই পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে কমোডে বসে থাকেন। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না,তাদের মধ্যে মাত্র ৭% এত দীর্ঘ সময় টয়লেটে কাটান।