Siliguri News: ফুলকপি নিয়ে সিকিম থেকে নামছিল গাড়ি, কিন্তু ভিতরে পেটি পেটি এসব কী! সর্বনাশ! দেখেই চক্ষু চড়কগাছ সকলের

Siliguri News: ফুলকপি নিয়ে সিকিম থেকে নামছিল গাড়ি, কিন্তু ভিতরে পেটি পেটি এসব কী! সর্বনাশ! দেখেই চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Siliguri News: গাড়ির ভেতরে বাঁধাকপির বস্তার আড়ালে উদ্ধার লক্ষ লক্ষ টাকার মদ।

বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার চারSiliguri News: ফুলকপি নিয়ে সিকিম থেকে নামছিল গাড়ি, কিন্তু ভিতরে পেটি পেটি এসব কী! সর্বনাশ! দেখেই চক্ষু চড়কগাছ সকলের
বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার চার

শিলিগুড়ি: গাড়ি ভর্তি সবজির বস্তা সরাতেই চক্ষু চড়কগাছ সকলের। চোরাপথে পালাতে গিয়েই বিপাকে পড়ল পাচারকারীরা। গাড়ির উপর থেকে সবজির বস্তা সরাতেই কার্টুন কার্টুন এসব কী? অভিনব কায়দায় সিকিম থেকে কর ফাঁকি দিয়ে সবজির বস্তার আড়ালে মদ পাচারের চেষ্টা হচ্ছিল বিহারে। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি! সেই কথাকে আবার প্রমাণ করল আবগারি দফতর। শেষরক্ষা পেল না পাচারকারীরা। গাড়ির ভেতরে বাঁধাকপির বস্তার আড়ালে উদ্ধার লক্ষ লক্ষ টাকার মদ।

আবগারি দফতরের অভিযানে মদ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার বিহারের চার পাচারকারী। ইতিমধ্যেই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল অঙ্কিত কুমার মহারাজ, অনিল কুমার পাসওয়ান, রাম বাবু পাশওয়ান, অরবিন্দ কুমার সিং। ধৃতরা প্রত্যেকেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহার করা দুটো গাড়ি। যার মধ্যে একটি পিকআপ ভ্যান ও অন্যটি ছোট চারচাকা গাড়ি।

আরও পড়ুন: এতটা ‘বিকৃত’ হয়ে গেল! পৃথিবীতে ফিরতেই কোন অঙ্গ সবচেয়ে বেশি ‘ক্ষতিগ্রস্ত’ হল সুনীতা উইলিয়ামসদের! ডাক্তাররাও অবাক

অভিযানে উদ্ধার হয় ৭২ পেটি মদ, যার পরিমাণ ৬৪৮ লিটার। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা। খবর ছিল সিকিম থেকে বিপুল পরিমাণ মদ শিলিগুড়ি হয়ে বিহারে পাচারের পরিকল্পনা করছে পাচারকারীরা। এরপর মঙ্গলবার ভোরবেলায় শালুগাড়ায় ফাঁদ পাতেন আবগারি বিভাগের আধিকারিকরা। সেখানে সন্দেহভাজন ওই দুই পিক আপ ও চারচাকা গাড়িকে ধাওয়া করে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। এরপর তাদের পিছনে ধাওয়া করে শিলিগুড়ি সংলগ্ন চম্পাশারি এলাকার মহানন্দা ব্রিজে ধরে ফেলে আবগারি বিভাগের কর্মীরা।

এরপর পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালালে বাঁধাকপি ও ফুলকপির বস্তার আড়ালে থাকা বিপুল পরিমাণ মদ বেরিয়ে আসে। এরপরই ওই চারজনকে গ্রেফতার করা হয়। এদিনই ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। আবগারি বিভাগের উত্তরবঙ্গের বিশেষ কমিশনার সুজিত দাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানটি চালানো হয়। সিকিম থেকে ওই মদ বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের। কিছু মদ এরাজ্যেও পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু তা ভেস্তে দেওয়া হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে।

—-সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Siliguri News: ফুলকপি নিয়ে সিকিম থেকে নামছিল গাড়ি, কিন্তু ভিতরে পেটি পেটি এসব কী! সর্বনাশ! দেখেই চক্ষু চড়কগাছ সকলের

Next Article

South Dinajpur News: ঝাড়ুদারদের দিন শেষ! রাস্তা পরিষ্কারের ঝামেলার দিনও শেষ! এই গাড়ি রাস্তায় ছুটলেই সব হয়ে যাবে ঝাঁ চকচকে

Scroll to Top