Last Updated:
Siliguri News: ঐতিহ্যবাহী হেরিটেজ তকমা প্রাপ্ত এই রেল স্টেশনে পা রেখেছেন তাবড় তাবড় মানুষ! জানলে বুক ভরে উঠবে! সেই রেল স্টেশন আজ জরাজীর্ণ।

শিলিগুড়ি টাউন স্টেশন
শিলিগুড়ি: দক্ষতার সাথে মহিলারা সামলাচ্ছেন শিলিগুড়ির ঐতিহ্যবাহী টাউন স্টেশন!কথায় আছে, যে রাধে, সে চুলও বাঁধে! সেই অর্থেই এই মহিলারা সংসার সামলে গোটা একটা রেলস্টেশন পরিচালনা করে। শুধু স্টেশন নয় ট্রেন পরিচালনা থেকে শুরু করে সিগন্যাল অপারেশন, টিকিট বুকিং সব ক্ষেত্রেই মহিলাদের উপস্থিতি রয়েছে,সম্পূর্ণ দক্ষ হাতেই তারা এই কাজ করে চলেছেন।
আজ থেকে বেশ কয়েক দশক আগে আজকের শিলিগুড়ির ছবি ছিল অন্যরকম। তখন শিলিগুড়ি থেকে রাজ্যের অন্যান্য প্রান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ট্রেন। সেই সময় শিলিগুড়ি টাউন স্টেশন থেকে চলাচল করতো টয় ট্রেন। শোনা যায় এক সময় এই স্টেশনে পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহত্মা গান্ধী, ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীরা। বহু পুরোনো এবং অনেক অজানা ইতিহাসের সাক্ষী এই টাউন স্টেশনকে হেরিটেজের তকমা দেওয়া হয়। এরপর ২০১৯ সালের এপ্রিল মাসে রেলের তরফে শিলিগুড়ি টাউন স্টেশনকে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সেই থেকে আজও ঘর সংসার সামলে মহিলা রেল কর্মীরাই পরিচালনা করছে গোটা একটা স্টেশন। বর্তমানে এখানে ৩০ জন মহিলা কর্মী কাজ করেন স্টেশন ম্যানেজার, পয়েন্টসম্যান, পোর্টার, গেটকিপার, জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক, মাল্টিস্কিলড স্টাফসহ সকলেই নারী। পুরুষ কর্মী বলতে হাতে গোনা মাত্র কয়েকজন। তবে এই স্টেশন উত্তরপূর্ব সীমান্ত রেল তো বটেই, গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এই প্রসঙ্গে স্টেশন মাস্টার প্রতিমা দে বলেন, এই দায়িত্ব তাদের জন্য গর্বের। সরকার তাদের ওপর যে বিশ্বাস রেখেছে, তার জন্যে তারা সত্যিই কৃতজ্ঞ। ওই স্টেশনে কর্মরত অন্যান্য মহিলা কর্মীদের মতে, এই স্টেশন শুধুমাত্র তাদের কর্মস্থল নয়, এটি তাদের লড়াই ও সাফল্যের প্রতীকও। তবে শিলিগুড়ির গর্ব তথা শিলিগুড়ি প্রাণকেন্দ্র এই টাউন স্টেশন আজও অবহেলিত। তবুও জরাজীর্ণ এই টাউন স্টেশনকে আজও আলোকিত করে রেখেছে এই মহিলারাই।
সুজয় ঘোষ
Kolkata,West Bengal
March 15, 2025 6:58 AM IST
Alipurduar News: বাজারে গিয়ে অনেকরকম চা তো খোঁজেন, কিন্তু ‘মুনলাইট টি’! অনেকেই জানেনই না কি এই জিনিস