Last Updated:
পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা। ১৮ দিনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর দুপুর ৩টে বেজে ১ মিনিটে পৃথিবীতে ফিরে এলেন তিনি।

নয়াদিল্লি: পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা। ১৮ দিনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর দুপুর ৩টে বেজে ১ মিনিটে পৃথিবীতে ফিরে এলেন তিনি। Dragon ‘Grace’ মহাকাশযানে করে , প্রশান্ত মহাসাগরের উপর, যা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করলেন শুভ্রাংশু শুক্লা।
তাঁর সঙ্গেই অবতরণ করলেন আরও তিনজন মহাকাশচারী US (Peggy Whitson), Poland (Sławosz Uznański Wiśniewski), এবং Hungary (Tibor Kapu) থেকে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সোমবার বিকেল ৪.৪৫ এ যাত্রা শুরু করেন তাঁরা। ২২.৫ ঘণ্টার যাত্রার পরে পৃথিবীতে অবতরণ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 3:06 PM IST