Last Updated:
Shreyas Iyer: আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো এবং পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে যাওয়ার পর, শ্রেয়স আইয়ার এখন ভারতীয় ক্রিকেটে আলোচিত এক নাম।

আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো এবং পাঞ্জাব কিংসকে ফাইনালে নিয়ে যাওয়ার পর, শ্রেয়স আইয়ার এখন ভারতীয় ক্রিকেটে আলোচিত এক নাম। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, নৃত্য ও জাদুকরির প্রতি তার আগ্রহও তাকে বিশেষ করে তুলেছে। এই বহুমুখী প্রতিভার কারণে তিনি মেয়েদের মধ্যেও দারুণ জনপ্রিয়।
তবে সম্প্রতি এক বিশেষ নাম উঠে এসেছে—এডিন রোজ। বিগ বস ১৮-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আলোচনায় আসা এই মডেল-অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শ্রেয়স আইয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এডিন রোজ সরাসরি বলেছেন, “আমি শ্রেয়সের দুই সন্তানের মা,” যা সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলে দিয়েছে।
ফিল্মিজ্ঞানে শ্রেয়স আইয়ারকে প্রশংসায় ভরিয়ে এডিন রোজ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ওর দুই সন্তানের মা। মনে মনে শ্রেয়সকে বিয়ে করেছি। ওকে দেখে প্রত্যেকটা দিন প্রেরণা পাই। ওর ফোকাস, মানবিক দিক, ও নিজেকে যে ভাবে সকলের সামনে তুলে ধরে, সব কিছুকে শ্রদ্ধা করি।’ বেশির ভাগ সেলিব্রিটির ক্ষেত্রেই দেখা যায়, মনে কিছু থাকলেও সহজে তা প্রকাশ করেন না। এডিন রোজ অবশ্য সবটা খোলামেলাই প্রকাশ করেছেন।
দুবাইয়ে জন্ম ও বেড়ে ওঠা এডিন শুরুতে একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ভারতে আসেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় ২০২৩ সালে সুপারস্টার রবি তেজার সঙ্গে ‘রাবণসুর’ ছবির একটি আইটেম নম্বরে কাজ করার পরও, চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে নিতে পারেননি তিনি। এরপরই তিনি বিগ বসে যোগ দেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পান।
বর্তমানে এডিনের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১.২ মিলিয়ন ছাড়িয়েছে। তিনি নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের মনোরঞ্জন করে চলেছেন। শ্রেয়স আইয়ারকে ঘিরে তার ভালোবাসা এবং স্বপ্নের কল্পনার পরিবার এখন নেটদুনিয়ার এক আলোচিত বিষয়। তবে শ্রেয়স এই বিষয়ে কী ভাবছেন, তা এখনও অজানা।
Kolkata,West Bengal
June 08, 2025 7:27 PM IST