Last Updated:
Toto-Bike Accident In Shantipur- ঘটনার অভিঘাতে মোটরবাইকের তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন এবং টোটোয় থাকা এক মহিলা ও শিশুটি গুরুতর আহত হন।

নদিয়া: শান্তিপুর থানার মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। টোটো-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ জন। শান্তিপুর থানার মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, এদিন রাতে একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি দ্রুতগতির মোটরবাইকের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটো করে কয়েকজন মহিলা এক শিশুকে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে টোটোটিকে।
ঘটনার অভিঘাতে মোটরবাইকের তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন এবং টোটোয় থাকা এক মহিলা ও শিশুটি গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শান্তিপুর শহরের এসসি ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকার এবং তাঁর সহযোগীরা। তাঁরাই আহতদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত পাঁচজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। তার মধ্যে অন্যতম টোটো এবং বাইক দুর্ঘটনা। বেশিরভাগ দুর্ঘটনার কারণ ঘটিয়ে দেখলে দেখা যায় চালকের অসতর্কতা কিংবা ট্রাফিক আইন না মানার কারণে। পুলিশ প্রশাসন থেকে একাধিকবার সেফ ড্রাইভ সেভ লাইফ এর মত কর্মসূচি করে সাধারণ মানুষকে সচেতন করা হলেও আজও হুশ ফিরছে না এক শ্রেণীর মানুষের, আর তার ফলেই গুরুতর যখন এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে সাধারণ মানুষের।
Mainak Debnath
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 15, 2025 8:16 PM IST