Shali Jamaibabu Case: জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম…

Shali Jamaibabu Case: জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম…

Last Updated:

Sali Jamaibabu Case: মধ্যপ্রদেশের ইন্দোরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। শালী তার জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলে, তারপর যা ঘটল, তাতে পুলিশও অবাক! দিদির সম্পত্তি হাতাতেই করা হয়েছিল এই পরিকল্পনা, যা পুলিশি তদন্তে ফাঁস হয়ে গিয়েছে…

জামাইবাবু গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম...AI ImageShali Jamaibabu Case: জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম…
জামাইবাবু গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম…AI Image

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে এক শালী তার জামাইবাবুর সঙ্গে এমন এক ষড়যন্ত্র করে যে তা শুনে তার দিদির মাথা ঘুরে যায়।

শালী দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল, তবে তার আশঙ্কা ছিল যে সে তাকে ছেড়ে চলে যেতে পারে। এই ভয় থেকেই সে তার জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলে এবং চুরির পরিকল্পনা করে।

আরও পড়ুন: চেষ্টা করেও ট্রেনে লোয়ার বার্থ পাচ্ছেন না! এই বিশেষ উপায়টি জানুন, তাহলে কেল্লাফতে, লোয়ার বার্থ পেতে আর সমস্যা হবে না…

ঘটনাটি ঘটেছে ইন্দোরের পালাসিয়া থানা এলাকায়। ১৩ মার্চ, শুভ লাভ প্রাইম টাউনশিপে বসবাসকারী পার্লার পরিচালিকা শিবালি জাদৌন থানায় গিয়ে অভিযোগ জানান যে তার ফ্ল্যাট থেকে ৪টি ব্যাগ চুরি হয়ে গেছে। তার দাবি ছিল, তিনি বাইরে ছিলেন এবং ফিরে এসে দেখেন দরজা ভাঙা এবং আলমারির ভিতরে থাকা ব্যাগ উধাও। এই ব্যাগগুলির মধ্যে তিনটি ছিল তার লিভ-ইন পার্টনার অঙ্কুশের, এবং ব্যাগগুলিতে ছিল প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির নথিপত্র।

পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজে দুইজন সন্দেহভাজনকে দেখা যায়, যারা বোরখা পরে চুরি করেছিল। চমকপ্রদ বিষয় হল, তাদের মধ্যে একজন ছিল শিবালির জামাইবাবু ধীরু থাপা, যে একসময় পুলিশে চাকরি করত, তবে অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে বরখাস্ত হয়েছিল।

আরও পড়ুন: গুঁড়ি ভেঙে চলন্ত বাইকের ওপর পড়ল বিশাল গাছ! ঝড় বৃষ্টির রাতে অকালেই শেষ ৩ বছরের শিশু…

ধীরু থাপা পুলিশের চাকরি হারানোর পর ছোটখাটো কাজ করে জীবনযাপন করছিল। শিবালি জানত যে অঙ্কুশ তার ব্যবসার টাকা শুভ লাভ প্রাইম টাউনশিপে রেখে দিত, এবং সেই তথ্য সে ধীরুকে জানায়। এরপর তারা মিলে এই চুরির পরিকল্পনা করে। তবে তদন্তের সময় সব সত্য প্রকাশ পেয়ে যায় এবং শিবালির দিদি এই ঘটনা শুনে হতবাক হয়ে যান।

বর্তমানে পুলিশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং টাকা উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Shali Jamaibabu Case: জামাইবাবুকে গভীর রাতে বোরখা পরে আসতে বলল শালী! তারপর যা হল তাতেই উড়ে গেল দিদির ঘুম…

Next Article

Meerut Murder Case: স্ত্রীর জন্য খাবার আনছিলেন, সেই স্ত্রীর ছুরিতেই ছিন্নভিন্ন হল হৃদপিণ্ড! সৌরভের মৃত্যুর কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

Scroll to Top