Shahbaz Sharif: ‘পাকিস্তান ভারতকে পিছনে না ফেলতে পারলে নাম বদলে দেব’- পাক প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল!

Shahbaz Sharif: ‘পাকিস্তান ভারতকে পিছনে না ফেলতে পারলে নাম বদলে দেব’- পাক প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল!

Last Updated:

ভারত-পাক ম্যাচ নিয়ে শাহবাজ শরিফ বলেন, “যদি রবিবার পাকিস্তান ভারতকে না হারায় তবে আমার নাম শাহবাজ শরিফ নয়।”

পাকিস্তান হারলে নাম বদলে দেবেন বলে দাবি শাহবাজের! (প্রতীকী ছবি)Shahbaz Sharif: ‘পাকিস্তান ভারতকে পিছনে না ফেলতে পারলে নাম বদলে দেব’- পাক প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল!
পাকিস্তান হারলে নাম বদলে দেবেন বলে দাবি শাহবাজের! (প্রতীকী ছবি)

ইসলামাবাদ: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বে উত্তাপ আর সেই আবহেই পারদ আরও চড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এক মন্তব্য ঘিরে।

শরিফ আসলে রবিবারের ক্রিকেট ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবু ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাঁর মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শরিফ। ভাইরাল হওয়া ভিডিয়োয় পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঈশ্বর চাইলে আমরা কঠিন পরিশ্রম করব। দিন-রাত এক করে খাটব। একটা দিন আসবে যখন আমরা ভারতকে পিছনে ফেলে দেব। না পারলে আমার নাম শাহবাজ় শরিফ নয়।’’ তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা পাকিস্তানকে দারুণ জায়গায় পৌঁছে দেব। ভারতের থেকেও এগিয়ে যাব।’’

ঋণ জর্জরিত দেশকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখছেন শরিফ। সেই প্রসঙ্গেই ভারতের আর্থিক উন্নয়নকে ছাপিয়ে যাওয়ার কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী। নিজেকেই এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দু’দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই সুযোগে তাঁর অর্থনৈতিক উন্নয়নের বার্তা বা প্রতিজ্ঞাকে ক্রিকেটপ্রেমীদের একাংশ ক্রিকেটের লড়াইয়ের সঙ্গেও মিলিয়ে দিচ্ছেন।

প্রসঙ্গত, দুবাইতে রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামে বাবর, রিজওয়ানরা। কিন্তু, শামি,অক্ষর, কুলদীপের আক্রমণে মাত্র ২৪১ রানেই গুটিয়ে যায় পাক ইনিংস। অন্য দিকে ভারতের হয়ে রোহিত রান না পেলেও শুভমন গিল, শ্রেয়স আইয়ার জ্বলে ওঠেন। বিরাটের চওড়া ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় ভারত। আর তার মাঝেই পাক প্রধানমন্ত্রীর এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/

Shahbaz Sharif: ‘পাকিস্তান ভারতকে পিছনে না ফেলতে পারলে নাম বদলে দেব’- পাক প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল!

Next Article

আবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান! ভারতীয় ফুটবলে লেখা হল নতুন ইতিহাস

Scroll to Top