Last Updated:
Shah Rukh Khan In TMC: বীরভূম এর মঞ্চে ‘শাহরুখ খান’? গাড়িতে এলেন ‘মমতা’! চমকে গেলেন কর্মী সমর্থকরা !

শাহরুখ সাজে বীরভূমের বাসিন্দা
বীরভূম: তিন দিনের জন্য বীরভূম সফরে এসেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থা, বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযোগে তপ্ত বঙ্গের রাজ্য থেকে রাজনীতি। আর তারই প্রতিবাদে বীরভূমের লাল মাটির শহর বোলপুর- শান্তিনিকেতন এসে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একাধিক প্রকল্পের সূচনা থেকে শুরু করে শিলান্যাস করেছেন তিনি। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেখানেই দেখা মিলল ‘শাহরুখ খানের’। কী শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই!ভাবছেন হঠাৎ বীরভূমে শাহরুখ খান কী করছেন?
আবার অনেকে ভাবছেন হঠাৎ বীরভূম সফরের এই শেষ দিনে কী কারণে শাহরুখ খান! কিং খানকে নাকি দেখা গেল লাল মাটির জেলা বীরভূম এর বোলপুর ইলামবাজারের শহরে। সামনেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে সত্যিই এলেন দিদি মমতার প্রিয় ভাই? সেই হেয়ার স্টাইল, সেই ডিডিএলজে খ্যাত চশমা। শাহরুখ খান ময়দান এলাকায় সত্যিই ঘুরে বেড়াচ্ছেন? এই দৃশ্য ভাইরাল হতেই শুরু হয় শোরগোল , আর এর পরেই এল আসল খবর। এই প্রচণ্ড গরম তাঁর পরনে ব্লেজার, আসলেই কী শাহরুখ খান? না!
বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান। শাহরুখকে অনুপ্রেরণা হিসেবে দেখেন অনেকেই। কোটি কোটি ভক্ত শাহরুখ খানের। এমনই তাঁর এক পাগল ফ্যান ঠিক শাহরুখ খানের মত স্টাইল করে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর বীরভূমের জনসভায় ঠিক তাই হয়েছে। শাহরুখ খান এমনিও মুখ্যমন্ত্রীর বেশ প্রিয় মানুষ। বহুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এসেছেন। কিন্তু, ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যায়নি। এদিকে, বীরভূমের এক তৃণমূল সমর্থক শাহরুখ সেজে হাজির হলেন। দূর থেকে তাঁকে দেখে সবাই ভাবছিলেন হয়ত শাহরুখ খান চলে আসছেন। তবে কাছে এলেই মিলল আসল সত্যির রহস্য।
এই ব্যক্তিকে বলতে শোনা গেল, “আমি সবসময়ই এরকম সেজে থাকি। আমার এই সাজ ভাল লাগে। আজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, তার সঙ্গে আরেকটা বিষয় হল, আমি কয়েকটা ভিডিও করতে এসেছি। শুধু তাই নয় আমি শাহরুখ খানের এক বড় ভক্ত।” প্রসঙ্গত জানা যায় বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহরুখ খানের শারীরিক অসুস্থতার কথা। এরপরই হঠাৎ এইভাবে শাহরুখ খানের মতন হুবহু একজন কে দেখতে পেয়ে বেশ উচ্ছ্বাসিত নেটিজেনরা।
Souvik Roy
Kolkata,West Bengal
July 30, 2025 9:15 AM IST
Shah Rukh Khan In TMC: শাহরুখ খান বীরভূমে, তৃণমূলের র্যালির ফটো ভাইরাল, মমতার ডাকেই কী এলেন ‘প্রিয়’ ভাইজান, জানুন সত্যিটা