Shah Rukh Khan: ‘এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য’…বলিউডে ৩৩ বছর পার, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ

Shah Rukh Khan: ‘এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য’…বলিউডে ৩৩ বছর পার, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ

Last Updated:

৭১ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন শাহরুখ! আপ্লুত বাদশা! ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি তাঁর পরিবার, তাঁর ছবির পরিচালক-সহ সমস্ত কলাকুশলী এবং সর্বোপরী ভারত সরকারকে ধন্যবাদ জানান! তাঁর ভাষায়, ” আমি সবার কাছে কৃতজ্ঞ! এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য!’

Shah Rukh KhanShah Rukh Khan: ‘এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য’…বলিউডে ৩৩ বছর পার, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
Shah Rukh Khan

মুম্বই: তিনি বলিউডের বেতাজ বাদশা, তাঁর ছবি মানুষকে ভালবাসতে শেখায়, কোটি কোটি মানুষকে ঘুরে দাঁড়ানোর ভরসা জোগায়! তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ‘ইন্সটিটিউশন’! তিনি শেখান কীভাবে খারাপ সময়েও দাঁতে দাঁত চেপে লড়ে যেতে হয়! কীভাবে নিন্দুকেদের বুড়ো আঙুল ভেঙে গুড়িয়ে ফিরে আসতে হয়! তিনি ফিরে আসা শেকান। জীবনের কাছে, নিজের কাছে! তিনি শাহরুখ খান। তাঁর মুকুটে মনি-মানিক্যের কমতি নেই! তবে এবার ‘কোহিনূর’ বসল! ৩৩ বছর অভিনয়ের পর অবশেষে ‘জাতীয় পুরস্কার’ পেলেন কিং খান!

৭১ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন শাহরুখ! আপ্লুত বাদশা! ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি তাঁর পরিবার, তাঁর ছবির পরিচালক-সহ সমস্ত কলাকুশলী এবং সর্বোপরী ভারত সরকারকে ধন্যবাদ জানান! তাঁর ভাষায়, ” আমি সবার কাছে কৃতজ্ঞ! এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য!’

কিং খানের আগামী ছবি ‘কিং’! এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তিনগুণ! কারণ, এই প্রথম একমঞ্চে বাবা শাহরুখ ও মেয়ে সুহানা। ছবিটি তারকাখচিতও। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, অভয় বর্মা-সহ তাবড় তারকাদের দেখা যাবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Shah Rukh Khan: ‘এই পুরস্কার আমার ফ্যানেদের জন্য’…বলিউডে ৩৩ বছর পার, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ

Scroll to Top