Search Operation In Train: পহেলগাঁওতে জঙ্গি হানার পর জোর তৎপরতা ট্রেনে, তিনদিক সীমান্ত ঘেরা বাংলার ‘এই জেলা’-তে বাড়তি সতর্কতা! ট্রেনে ট্রেনে চলছে তল্লাশি  

Search Operation In Train: পহেলগাঁওতে জঙ্গি হানার পর জোর তৎপরতা ট্রেনে, তিনদিক সীমান্ত ঘেরা বাংলার ‘এই জেলা’-তে বাড়তি সতর্কতা! ট্রেনে ট্রেনে চলছে তল্লাশি  

Last Updated:

Search Operation In Train: কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর, সতর্কতা বাড়াল আরপিএফ এবং জিআরপি। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, গোটা ট্রেন খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। দেখা হচ্ছে জামাকাপড়ের ব্যাগও।

X

Search Operation In Train: পহেলগাঁওতে জঙ্গি হানার পর জোর তৎপরতা ট্রেনে, তিনদিক সীমান্ত ঘেরা বাংলার ‘এই জেলা’-তে বাড়তি সতর্কতা! ট্রেনে ট্রেনে চলছে তল্লাশি  

যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে যা যা করল রেলওয়ে সুরক্ষা বাহিনী জানুন!

দক্ষিণ দিনাজপুর: কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর, সতর্কতা বাড়াল আরপিএফ এবং জিআরপি। ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই পর্যটক। এই পরিস্থিতিতে রেলের নিরাপত্তা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল পুলিশ। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর। এ রাজ্যের বিভিন্ন স্টেশনে ট্রেনে উঠে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। তাদের কাছে এসেছে বিশেষ নির্দেশ। যাত্রীদের প্রশ্ন করার পাশাপাশি, গোটা ট্রেন খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। দেখা হচ্ছে জামাকাপড়ের ব্যাগও। এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আরপিএফ বুনিয়াদপুর এর ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস।

রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান, ‘পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় তাঁরা আরও সতর্ক রয়েছেন। যেকোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধ করতে তাঁরা বদ্ধপরিকর।’

আরপিএফ আরও জানিয়েছে, বালুরঘাটের তিনদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর সামনে আসে। সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশি ধরাও পড়েছিল। তাই বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে বালুরঘাট স্টেশনে, যাতে পহেলগাঁওয়ের মত ঘটনা না ঘটে।

বালুরঘাট স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনে রেলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। গোটা ট্রেনের নিরাপত্তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বালুরঘাট দিল্লির মধ্যে চলাচল করা ভাটিন্ডা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে রেলের তরফে।

Susmita Goswami

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Search Operation In Train: পহেলগাঁওতে জঙ্গি হানার পর জোর তৎপরতা ট্রেনে, তিনদিক সীমান্ত ঘেরা বাংলার ‘এই জেলা’-তে বাড়তি সতর্কতা! ট্রেনে ট্রেনে চলছে তল্লাশি  

Next Article

Suvendu Adhikari on Dilip Ghosh: ‘আমাকে অনেক ঘাম ঝরাতে হয়!’ দিঘায় দিলীপ-মমতা সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করতেই কী জবাব শুভেন্দুর?

Scroll to Top