Sealdah Station Local Train Platforms: শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে? ঠিক করে ফেলল রেল, দেখুন তালিকা

Sealdah Station Local Train Platforms: শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে? ঠিক করে ফেলল রেল, দেখুন তালিকা

Last Updated:

যাত্রীদের হয়রানি কমাতে এবার তাই এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ৷

শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট করে দেওয়া হল ট্রেনের প্ল্যাটফর্ম৷ Sealdah Station Local Train Platforms: শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে? ঠিক করে ফেলল রেল, দেখুন তালিকা
শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট করে দেওয়া হল ট্রেনের প্ল্যাটফর্ম৷

শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে, ঘোষণা হওয়ার আগে অথবা ডিসপ্লে বোর্ডে তা না জানিয়ে দেওয়া পর্যন্ত যাত্রীরা বুঝতে পারেন না৷ বিশেষত ভিড়ের সময় ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজে বের করতে গিয়ে সমস্যায় পড়েন বহু যাত্রী৷ কারণ শিয়ালদহ স্টেশন থেকে ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর আবার অন্যদিকে বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি লাইনের ট্রেন ছাড়ে৷ তাছাড়া দূরপাল্লার ট্রেন তো রয়েইছে৷ অনেক সময়ই যাত্রীরা যেখানে অপেক্ষা করেন, তার থেকে অনেক দূরের কোনও প্ল্যাটফর্মে হয়তো তাঁর রুটের ট্রেন দেওয়া হয়৷ প্ল্যাটফর্ম ঘোষণার পর তাই ভিড় ঠেলে ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই৷

যাত্রীদের হয়রানি কমাতে এবার তাই এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ৷ শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে কোন শাখার ট্রেন ছাড়বে তা নির্দিষ্ট করে দেওয়া হল৷ ফলে নির্দিষ্ট রুটের যাত্রীদের ট্রেন ধরার সময় অনেকটাই সুবিধা হব৷

এক নজরে দেখে নেওয়া যাক কোন প্ল্যাটফর্ম থেকে কোন কোন রুটের ট্রেন ছাড়বে-

১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম- কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল ছাড়বে৷

৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম- ডানকুনি এবং বারুইপুাড়া লোকাল৷

৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম- বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লোকাল৷

৯, ১১ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেন ছাড়বে৷ ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনগুলি৷

শিয়ালদহ ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন কারণ এটি প্রতিদিন ১৫,১৮ লক্ষ যাত্রী পরিবহন করে এবং এটি কলকাতা এবং এর শহরতলির পরিবহনের লাইফলাইন হিসেবে কাজ করে। প্রতিদিন এই বিভাগ জুড়ে গড়ে ৯১৫টি শহরতলির লোকাল ট্রেন চলাচল করে। সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড়ের কারণে, যাত্রীরা শিয়ালদহ স্টেশনের স্টেশন চত্বর এবং অসুবিধার সম্মুখীন হন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Sealdah Station Local Train Platforms: শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে? ঠিক করে ফেলল রেল, দেখুন তালিকা

Scroll to Top