School: ছাত্রের উপর অত্যাচার! ক্লাস টিচারের বিরুদ্ধে অভিযোগ, সোনারপুরের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা

School: ছাত্রের উপর অত্যাচার! ক্লাস টিচারের বিরুদ্ধে অভিযোগ, সোনারপুরের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

School- ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর ৷ উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে ধরে এনে তাকে মারধর করার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে

স্কুলের সামনে প্রতিবাদSchool: ছাত্রের উপর অত্যাচার! ক্লাস টিচারের বিরুদ্ধে অভিযোগ, সোনারপুরের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা
স্কুলের সামনে প্রতিবাদ

সোনারপুর: ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর৷ উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে ধরে এনে তাকে মারধর করার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রামকমল বিদ্যাপীঠে৷

স্কুলের ইনচার্জ জ্যোতির্ময় মন্ডলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ৷ শনিবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে ৷ প্রাইভেট টিউশান পড়তে যাওয়ার সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে এসে মারধর করা হয়৷ সেইসময় স্কুল ফাঁকা ছিল৷ এর ফলে অসুস্থ হয়ে পড়ে ছাত্র।

তাকে হাসপাতালেও ভর্তি করা হয়৷ সারা শরীরে মারার দাগ দেখতে পান তার মা। এই বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি৷ উল্টে ছাত্রের কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ হাত, পা, কনুই-সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে ৷ আতঙ্কে স্কুলে আসতে চাইছেন না ছাত্র৷

সুমন সাহা 

Scroll to Top