Last Updated:
হায়দরাবাদে বন ধ্বংসের প্রতিবাদের আঁচ পড়ল ডুয়ার্সে

হায়দরাবাদে বন ধ্বংসের প্রতিবাদ ডুয়ার্সে
জলপাইগুড়ি: হায়দরাবাদে বন ধ্বংসের প্রতিবাদের আঁচ পড়ল ডুয়ার্সে! ডুয়ার্সে ঘুরতে এসে গর্জে উঠলেন পর্যটকরা, হায়দরাবাদের গাছিবাওলিতে বন ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদে সরব প্রত্যেকে। ডুয়ার্সের মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘুরতে এসে এবার এক অন্যরকম ভূমিকায় দেখা গেল পর্যটকদের। শুধু প্রকৃতির টানে নয়, এবার তাঁদের গলায় শোনা গেল প্রতিবাদের সুর—হায়দরাবাদের বন ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হলেন তাঁরা। উত্তরের পরিবেশপ্রেমীরা।
সম্প্রতি হায়দরাবাদ গাছিবাওলিতে সরকার আইটি হাব গড়ে তোলার লক্ষ্যে এক প্রাচীন জঙ্গল কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। যদিও সুপ্রিম কোর্ট আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছে, তবুও দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিরোধিতার ঝড়। সেই আন্দোলনের ঢেউ এসে পৌঁছেছে উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ডুয়ার্সের চা বাগান ঘেরা বনাঞ্চলে ঘুরতে আসা বহু পর্যটকের হাতে দেখা গেল প্রতিবাদী প্ল্যাকার্ড। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, এভাবে জঙ্গল কেটে আইটি হাব হলে ভবিষ্যৎ প্রজন্মকে শুধুই কংক্রিটের জঙ্গল দিতে হবে, প্রকৃতি নয়। পরিবেশপ্রেমীরাও এদিনের প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত পথকুকুর, বাঁচাতে মরিয়া একদল যুবক! কীভাবে করছেন সারমেয়কে সুস্থ?
তাঁদের কথায়, “জঙ্গল ধ্বংস মানেই শুধু গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি নয়, এর ফল হতে পারে ভূমিকম্প, বন্যা, খরা-সহ নানা প্রাকৃতিক বিপর্যয়। ২০১৮ সালেও এখানে গাছ কেটে ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি মত গাছ লাগান হয়নি। এখনও সেই অভাব কষ্ট দেয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডুয়ার্সের বুক থেকে ছড়িয়ে পড়া এই প্রতিবাদের ভাষা স্পষ্ট—প্রকৃতি নিয়ে ছেলেখেলা চলবে না। ভারতজুড়ে পরিবেশ রক্ষার দাবিতে মানুষ যে এককাট্টা, তারই প্রমাণ মিলল এই ক্ষণিকের প্রতিবাদে।
সুরজিৎ দে
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
April 08, 2025 12:52 PM IST
Blood Sucking Fly in North Bengal: দার্জিলিঙে ‘ব্ল্যাক ফ্লাই’! অন্ধ করে দিতে পারে রহস্যময় এই রক্তশোষক মাছি, কী উঠে এল গবেষণায়?