Satyajit Ray: মনের মণিকোঠায় গাঁথা…! ‘হীরক রাজার দেশে’ শ্যুটিংয়ে কী এমন করেছিলেন সত্যজিৎ রায়, আজও ভুলতে পারেনি পুরুলিয়াবাসী

Satyajit Ray: মনের মণিকোঠায় গাঁথা…! ‘হীরক রাজার দেশে’ শ্যুটিংয়ে  কী এমন করেছিলেন সত্যজিৎ রায়, আজও ভুলতে পারেনি পুরুলিয়াবাসী

Last Updated:

Satyajit Ray: সত্যজিৎ রায়কে আজও ভুলতে পারেনি রঘুনাথপুরবাসী । এলাকার মানুষের কথা ‘বড় মানুষের মনটাও বড় হয়! কী নিবিড় ভাবে জয়চন্ডীর মানুষকে বুকে টেনে নিয়েছিলেন ‘মানিক দা’ তা আজও স্মৃতিতে গাঁথা।’

+

Satyajit Ray: মনের মণিকোঠায় গাঁথা…! ‘হীরক রাজার দেশে’ শ্যুটিংয়ে  কী এমন করেছিলেন সত্যজিৎ রায়, আজও ভুলতে পারেনি পুরুলিয়াবাসী

News18

পুরুলিয়া: প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রটি দেখেননি এরকম বাঙালি বোধহয় হাতে গোনা। মনে পড়ে হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত এক পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন? সেই পাহাড়ই হল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত ‘হীরক রাজার দেশে’ জয়চণ্ডী পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে এখন প্রথম সারিতে। সত্যজিৎ রায় পরিচালিত ১৯৮০ সালের এই জনপ্রিয় চলচ্চিত্রের জন্যই আজও জয়চণ্ডী পাহাড় স্মরণীয় হয়ে রয়েছে পায়ে-পরশে বাঙালির কাছে।

‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রের একটা বড় অংশের শ্যুটিং হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে। সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রের শ্যুটিং হতে দেখেছিলেন এলাকার বহু মানুষ। সত্যজিৎ রায়কে একেবারে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল তাদের। পেরিয়ে গেছে বহু বছর। পাহাড় ঘেরা হীরের দেশে ‘হীরক রাজার দেশে’ও আজ ইতিহাসের পাতায় বন্দি।

কিন্তু আশ্চর্যের বিষয় দীর্ঘ বহু বছর আগেকার এই স্মৃতি আজও এলাকার মানুষজনদের মনে গাঁথা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে আজও ভুলতে পারেনি রঘুনাথপুর তথা জয়চণ্ডী এলাকার মানুষজন। কারণ ‘হীরক রাজার দেশে’ সিনেমার শ্যুটিং করতে এসে খুব কম সময়ের মধ্যেই রঘুনাথপুর তথা জয়চণ্ডী এলাকার মানুষকে আপন করে নিয়েছিলেন তিনি।

এলাকার মানুষের কথা ‘বড় মানুষের মনটাও বড় হয়! কী নিবিড় ভাবে জয়চন্ডীর মানুষকে বুকে টেনে নিয়েছিলেন ‘মানিক দা’ তা আজও স্মৃতিতে গাঁথা।’

 শান্তনু দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Satyajit Ray: মনের মণিকোঠায় গাঁথা…! ‘হীরক রাজার দেশে’ শ্যুটিংয়ে কী এমন করেছিলেন সত্যজিৎ রায়, আজও ভুলতে পারেনি পুরুলিয়াবাসী

Scroll to Top