Last Updated:
২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷

কলকাতা: সোমবার তৃণমূল সাংসদদের সঙ্গে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর থেকেই কার্যত ঝড় চলছে তৃণমূলের অন্দরে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণার পর আরও অদল বদল ঘটে গিয়েছে তৃণমূলের সংসদীয় দলের অন্দরে৷ লোকসভায় দলের মুখ্যসচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পরই নতুন করে দায়িত্ব বণ্টন করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আর তাতেই নতুন দায়িত্ব পেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷
এ দিন তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার পর লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার৷ একই সঙ্গে জানানো হয়েছে, তৃণমূলের লোকসভার নতুন উপ দলনেতা হচ্ছেন শতাব্দী রায়৷
Shri Kalyan Banerjee submitted his resignation yesterday to the Chairperson from the post of Chief Whip of the @AITCofficial Parliamentary Party in the Lok Sabha. The Chairperson has accepted his resignation and thank him for his contributions in that role.
In consultation with…
— All India Trinamool Congress (@AITCofficial) August 5, 2025
২০০৯ সালে থেকে সাংসদ পদে রয়েছেন শতাব্দী৷ পর পর চার বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি৷ সেই হিসেবে তৃণমূলের অন্যতম পুরনো এবং সিনিয়র সাংসদ বলাই যায় শতাব্দীকে৷ যদিও এতদিন দিল্লিতে সেভাবে দলের পক্ষ থেকে বড় কোনও দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে৷ এমন কি, সংসদেও সেভাবে সামনের সারিতে দেখা যায়নি অভিনেত্রী সাংসদকে৷ এবার অবশ্য দলের গুরুত্বপূর্ণ দায়িত্বই দেওয়া হল শতাব্দীকে৷
পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের আর এক মহিলা সাংসদ মহুয়া মৈত্রের বিবাদ যেভাবে প্রকাশ্যে চলে আসছিল, তাতে তৃণমূলের বিড়ম্বনা বাড়ছিল৷ এই পরিস্থিতিতে দু জন মহিলা সাংসদকে মুখ্যসচেতক এবং লোকসভায় দলের উপনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াও অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দলের এই সিদ্ধান্তে দারুণ খুশি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ নতুন দায়িত্ব পাওয়ার জন্য দুই সিনিয়র সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়কে অভিনন্দন জানিয়েছেন তিনি৷
Kolkata,West Bengal
August 05, 2025 6:58 PM IST