Salman Khan’s Fan: তিলে তিলে জমান ২৫ হাজার! অবশেষে স্বপ্নের নায়ক সলমনের সঙ্গে সাক্ষাৎ বাংলার তরুণীর, কী ভাবে

Salman Khan’s Fan: তিলে তিলে জমান ২৫ হাজার! অবশেষে স্বপ্নের নায়ক সলমনের সঙ্গে সাক্ষাৎ বাংলার তরুণীর, কী ভাবে

Last Updated:

Salman Khan’s Fan: দীর্ঘ সময় ধরে গান গেয়ে এবং ছবি আঁকা শিখিয়ে তিনি জমিয়েছিলেন ২৫ হাজার টাকা। আর সেই টাকা দিয়েই তিনি গিয়েছিলেন মুম্বইয়ে সলমনের সঙ্গে দেখা করতে।

X

Salman Khan’s Fan: তিলে তিলে জমান ২৫ হাজার! অবশেষে স্বপ্নের নায়ক সলমনের সঙ্গে সাক্ষাৎ বাংলার তরুণীর, কী ভাবে

সলমনের সঙ্গে কোচবিহারে যুবতি

কোচবিহার: বলিউড তারকাদের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা-ও যদি সেই তারকা হন সলমন খান, তবে তো সেই সংখ্যা গুণে শেষ করবার উপায় নেই। তবে কোচবিহার এক বাসিন্দা যুবতী অবাক করলেন সকলকে। দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে জমিয়েছিলেন ২৫ হাজার টাকা। আঁকা শিখিয়ে, গান গেয়ে জমিয়েছিলেন এই টাকা। আর সেই টাকা দিয়েই মুম্বইয়ে গিয়ে দেখা করলেন সলমনের সঙ্গে। কোচবিহারের এই যুবতীর নাম রিয়া সরকার। দীর্ঘ সময় ধরেই তিনি বলিউড তারকা সলমনের বড় ভক্ত।

রিয়া জানান, একটু বড় হওয়ার পর থেকেই তিনি সলমনের বড় ভক্ত। তাঁর সব সিনেমা তিনি দেখেছেন একাধিক বার। এছাড়াও তাঁর বাড়িতে সলমনের ছবি রয়েছে। ছবি রয়েছে মোবাইলের লক স্ক্রিনের মধ্যেও। পড়ার টেবিলের মধ্যেও চোখের সামনেই তাঁর রাখা থাকে সলমনের দুটো পছন্দের ছবি। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই সলমনের বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। এই কারণে তাঁর ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। দীর্ঘ সময় ধরেই তাঁর ইচ্ছে ছিল সলমনের সঙ্গে দেখা করার। তবে এবার সুযোগ হয়েছে তাঁর একটি ফ্যান ক্লাবের মাধ্যমে।

তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে গান গেয়ে এবং ছবি আঁকা শিখিয়ে তিনি জমিয়েছিলেন ২৫ হাজার টাকা। আর সেই টাকা দিয়েই তিনি গিয়েছিলেন মুম্বইয়ে সলমনের সঙ্গে দেখা করতে। এই অভিজ্ঞতা তাঁর ভোলার নয় বলেই জানান তিনি। নিজের পছন্দের তারকার সঙ্গে ছবিও তুলে এনেছেন। রিয়ার মা মামনি সরকার জানান, মেয়ের দীর্ঘ সময়ের ইচ্ছে পূরণ হয়েছে, এতে তাঁরাও বেশ খুশি। কোচবিহারের মতো এত ক্ষুদ্র শহর থেকে গিয়ে সলমনের সঙ্গে দেখা করার বিষয়টি বেশ অনেকটাই। তবে তাঁর মেয়ের চেয়ে খুশি তাঁরা পরিবারের সকলে।

রিয়া সরকারের এই দেখানো পথে হাঁটছে চাইছেন আরোও বহু তারকা ভক্ত। সকলেই চাইছেন এইভাবেই যেন তাঁদের স্বপ্নের তারকার সঙ্গে তাঁদের দেখা হয়। তবেই তো তাঁদের দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান হবে। যদিও রিয়া সরকার তাঁর স্মৃতির পাতায় তুলে রেখেছেন সলমনের সঙ্গে দেখা করার স্মৃতি। আজীবন তিনি এই স্মৃতি ভুলতে পারবেন না বলেই জানিয়েছেন।

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/বিনোদন/

Salman Khan’s Fan: তিলে তিলে জমান ২৫ হাজার! অবশেষে স্বপ্নের নায়ক সলমনের সঙ্গে সাক্ষাৎ বাংলার তরুণীর, কী ভাবে

Next Article

Mahesh Babu: মহাবিপাকে মহেশ! দক্ষিণী সুপারস্টারকে তলব ইডির, আর্থিক তছরুপ মামলায় জড়ালেন অভিনেতা

Scroll to Top