Last Updated:
Saif Ali Khan Attacked: কর্মসূত্রে আলাপ হলেও সেই রসায়নের অভিমুখ ঘুরে যায় বন্ধুতের দিকে। স্বাভাবিক ভাবেই তাই সইফের উপর আক্রমনের ঘটনা শুনে চিন্তাগ্রস্ত কলকাতার অন্য়তম নামী ডিজাইনার অভিষেক।
কলকাতা: কয়েকমাস আগের কথা। লাল সিল্কের পাঞ্জাবি আর সাদা ধুতির চিরাচরিত সাজে আপাদমস্তক ‘বাঙালি’ হয়ে উঠেছিলেন সইফ আলি খান। পটৌডি পরিবারের নবাবের এই সাজের নেপথ্য়ে ছিলেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক রায়। কর্মসূত্রে আলাপ হলেও সেই রসায়নের অভিমুখ ঘুরে যায় বন্ধুতের দিকে। স্বাভাবিক ভাবেই তাই সইফের উপর আক্রমনের ঘটনা শুনে চিন্তাগ্রস্ত কলকাতার অন্য়তম নামী ডিজাইনার।
বিগত বেশ কয়েক বছর ধরেই সইফকে বাঙালি পোশাকে সাজিয়ে তোলার দায়িত্ব তাঁর কাঁধে। বাঙালি ডিজাইনারের উপর পূর্ণ আস্থা রাখেন বলিউড তারকা। পছন্দের মানুষের বিপদের খবর পেতেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিষেক। নিউজ18 বাংলাকে তিনি বলেন, “একজন মানুষ নিজের বাড়িতে এভাবে আক্রান্ত হলেন। খুব ভয়ঙ্কর! ভাবতেই পারছি না এরকমও হতে পারে। তাই এটা নিয়ে বেশি কিছু বলার অবস্থা নেই।”
সইফের প্রত্য়েক মুহূর্তের খবর রাখছেন অভিষেক। যোগাযোগ রাখছেন অভিনেতার সহকারীর সঙ্গে। অস্ত্রোপচারের পর যে প্রাথমিক বিপদ কেটেছে, তা জেনে খানিক স্বস্তিতে পোশাকশিল্পী। পেশাগত বৃত্তের ঊর্ধ্বেও সইফের সঙ্গে সখ্য় গড়ে ওঠে তাঁর। অভিষেকের সংস্থার লোগোও বেছে দিতে সাহায্য় করেছিলেন বলিউডের নবাব। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, “সইফ মানুষ হিসাবে কেমন, এখন আর সেটা আলাদা করে বলার মতো মানসিক অবস্থা নেই। কিন্তু কাজের ফাঁকেও প্রচুর আড্ডা হয়েছে ওঁর সঙ্গে। আমার সংস্থার লোগো খুব মন দিয়ে দেখেছিলেন। বেছেও দিয়েছিলেন। বাংলার সংস্কৃতি, স্থাপত্য়, সব কিছু নিয়েই ওর অগাধ আগ্রহ। বই পড়তে ভালবাসেন। অনেক বিষয়ে প্রচুর জ্ঞান। সমৃদ্ধ হই ওর সান্নিধ্য়ে থেকে।”
অভিষেক জানান, আর কয়েকদিন পরেই সইফের সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা ছিল। কিন্তু তার মাঝেই এই দুঃসংবাদ। বাড়িতে ফিরলেই ‘নবাব’কে দেখতে যাবেন পোশাকশিল্পী। তাঁর কথায়, “সইফ দ্রুত সুস্থ হয়ে উঠুন। সেই প্রার্থনাই করছি এখন।”
Kolkata,West Bengal
January 16, 2025 1:52 PM IST
সইফের বাড়িতে ঢুকে কীভাবে হামলা? কোথায় নিরাপত্তা? সবকিছু নিয়ে উঠছে প্রশ্ন