Last Updated:
গত ১৭ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ভিক্টোরিয়া বসুর নামে লুকআউট নোটিস জারির নির্দেশ দেয় শীর্ষ আদালত৷

লুক আউট নোটিস থাকা সত্ত্বেও চার বছরের শিশুপুত্রকে নিয়ে কী করে দেশ ছাড়লেন রাশিয়ারি নাগরিক ভিক্টোরিয়া বসু? আদালতের নির্দেশ সত্ত্বেও কার গাফিলতিতে এই ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলে দিল্লি পুলিশকে কড়া ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷ শুধু দিল্লি পুলিশ নয়, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের ভূমিকারও কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত৷
কূটনৈতিক পদক্ষেপ করে অবিলম্বে শিশুটিকে উদ্ধার করে আদালতের হেফাজতে জমা দেওয়ার জন্যও এ দিন কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ৷
প্রসঙ্গত, সন্তান কার হেফাজতে থাকবে তা নিয়ে চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর সঙ্গে তাঁর রাশিয়ান স্ত্রী ভিক্টোরিয়া বসুর মামলা চলছিল সুপ্রিম কোর্টে৷ আদালতের নির্দেশ মতো সপ্তাহে তিন দিন শিশুটির তার মায়ের কাছে থাকার কথা৷ কিন্তু গত ৭ জুলাই থেকে স্ত্রী ভিক্টোরিয়া এবং তাঁর সঙ্গে থাকা শিশুপুত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সৈকত৷
শিশুপুত্রকে নিয়ে ওই রাশিয়ান মহিলা যাতে দেশ ছাড়তে না পারেন, তা নিশ্চিত করতে গত ১৭ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ভিক্টোরিয়া বসুর নামে লুকআউট নোটিস জারির নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ শিশুটিকে খুঁজে বের করতে পদক্ষেপ করতে বলা হয় দিল্লি পুলিশকেও৷ ১৮ জুলাই কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টকে জানায়, আদালতের নির্দেশ মতো লুক আউট নোটিস জারি হয়েছে৷
কিন্তু গত ২১ জুলাইয়ের শুনানিতে আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, লুক আউট নোটিস জারির আগেই দেশ ছেড়েছেন ভিক্টোরিয়া বসু৷ সম্ভবত বিহার হয়ে নেপাল, তার পর সেখান থেকে দুবাই হয়ে রাশিয়ায় পালিয়েছেন ভিক্টোরিয়া বসু৷
শিশুটির পাসপোর্ট আদালতে জমা থাকলেও কী করে ওই রাশিয়ান মহিলা তাকে নিয়ে দেশ ছাড়লেন, তা নিয়ে সেদিনই উদ্বেগ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি৷
শুক্রবারও শুনানি চলাকালীন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত৷ লুক আউট নোটিস থাকা সত্ত্বেও ভিক্টোরিয়া কীভাবে দেশ ছাড়তে পারলেন, এ দিনও সেই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্ত৷ অবিলম্বে মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে দেশে ফেরাতে ও আদালতের হেফাজতে থাকা শিশুকে নিয়ে পালানোর অপরাধ-সহ অন্যান্য ধারায় ভিক্টোরিয়ার বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
Kolkata,West Bengal
August 01, 2025 5:19 PM IST