Last Updated:
Road Safety Programme: স্বয়ং যমরাজ এলেন মর্তে, ঘুরে বেড়াচ্ছেন পুলিশের সঙ্গে, পাকড়াও করছেন একের পর এক গাড়ি অথবা বাইক চালককে

স্বয়ং যমরাজ সচেতন করছেন চালকদের
নদিয়া: স্বয়ং যমরাজ এলেন মর্তে, ঘুরে বেড়াচ্ছেন পুলিশের সঙ্গে সমস্ত রাস্তাঘাটে। পাকড়াও করছেন একের পর এক গাড়ি অথবা বাইক চালককে। তবে এই যমরাজ প্রতিকী। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই যমরাজের আবির্ভাব হল স্বয়ং মর্তে। সেই কারণেই এলেন তিনি। রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে নয়া উদ্যোগ এবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে। স্বয়ং যমরাজ সাজিয়ে মানুষকে সচেতনতার বার্তা এবার পুলিশের।
প্রসঙ্গত, দিনের পর দিন রাজ্যজুড়ে বেড়েই চলেছে পথ দুর্ঘটনার পরিমাণ। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। আহত হচ্ছেন অনেকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি— র্যালি, হেলমেট বিতরণ, পথনাটিকা, লিফলেট বিলি, ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন। তবুও বাস্তব পরিস্থিতি যেন বদলাচ্ছে না। এক শ্রেণীর মানুষ এখনও পর্যন্ত ট্রাফিক নিয়মকে তোয়াক্কা করছেন না। হেলমেট ছাড়াই বাইক চালান, দ্রুতগতিতে বাইক অথবা গাড়ি চালান, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালান, সিগনাল ভেঙে রাস্তা পার হওয়া, এমনকি জাতীয় সড়কে ব্যাটারি চালিত টোটো রিকশা চালান— এইসব নিয়মভঙ্গের চিত্র প্রতিদিনই চোখে পড়ছে।
সচেতন নাগরিক মহলের মতে, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজের ও অন্যের নিরাপত্তার কথা ভেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। “এটা শুধু ট্রাফিক পুলিশের কাজ নয়। প্রত্যেক চালক এবং পথচারীর উচিত নিয়ম মেনে চলা। না হলে মৃত্যু ও আঘাতের এই মিছিল থামবে না,” বলছেন নাগরিক কর্মী সায়ন্তন চট্টোপাধ্যায়।
সামনে উৎসবের মরশুম। আরও ভিড়, আরও যান চলাচল বাড়বে রাস্তায়। তাই এখনই প্রয়োজন আরও কঠোর পদক্ষেপ এবং মানুষের মানসিকতার পরিবর্তন। না হলে এই দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে, আর কষ্ট পাবে আমজনতাই।
Mainak Debnath
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 09, 2025 2:29 PM IST