Last Updated:
Road Accident: পুলিশের ধারনা, গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরই একটি ট্রাকে গিয়ে সজোড়ে ধাক্কা মারে। ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন। জানুন বিস্তারিত…
নাগপুর: ভয়ঙ্কর দুর্ঘটনা নাগপুরে৷ জানা গিয়েছে, দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরই দুর্ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার নাগপুরের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ইউ-টার্ন নিচ্ছিল একটি বিশাল ট্রাক৷ সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ট্রাকের পিছনে ধাক্কা মারে৷ দুমরে মুচরে যাওয়া গাড়িতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।
হিংনা পুলিশ স্টেশনের কর্মকর্তা মৃত ব্যক্তিকে ওয়ার্ধা জেলার রাম নগরের বাসিন্দা অভিলাষ চন্দ্রকান্ত ধোনে হিসেবে শনাক্ত করেছেন। তাদের তরফে এটাও জানানো হয়েছে যে, দ্রুত গতির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে না ফেললে এত বড় দুর্ঘটনাটি ঘটত না৷
আরও পড়ুন: মহাকাশে বিরাট সাফল্য ইসরোর! স্পেশ ডকিংয়ে ক্ষেত্রে চতুর্থ দেশ হিসাবে ইতিহাসে নাম লেখাল ভারত
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এক পুলিশ কর্তা জানিয়েছেন, “ধোনে এবং তার স্ত্রী ওয়ার্ধা টাটা নেক্সনে করে খুব দ্রুত গতিতে এগোচ্ছিলেন৷ তাদের টাটা নেক্সন গাড়িটি ন্যাশনাল ক্যানসার হাসপাতালের কাছে ইউ-টার্ন নেওয়া একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। সম্ভবত ওই ব্যক্তি গাড়িটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। তাকে এখানে AIIMS-এ নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন,” কর্মকর্তা বলেন।
ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তাকে ধরার চেষ্টা চলছে৷
Kolkata,West Bengal
January 20, 2025 3:11 PM IST
মহিলা SDM-এর অভিযানে চমক, অবৈধ মদের বদলে হোটেলে যা মিলল ! অবাক হয়ে গেলেন সবাই