Last Updated:
RG Kar Case: সূত্রের খবর, রাজ্যের এক মন্ত্রীর থেকে তা জানতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার আগে।
কলকাতা: আরজি কর কাণ্ডের জের! তৃণমূলের যে সমস্ত সাংসদ, বিধায়ক শীতে বড় প্রোগ্রাম বা জলসা করেন, তাদের কাছে কোন কোন শিল্পীকে না নিলে ভাল হয়, তার একটা তালিকা গিয়েছিল বলে সূত্রের খবর। সেই মোতাবেক চলার কার্যত নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রাজ্যের এক মন্ত্রীর থেকে তা জানতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার আগে। মন্ত্রী, পুরসভার সদস্য, সাংসদ, বিধায়কদের এমন জানানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ঘুম উড়ে গেল ইউনূসের! খালেদার বাড়িতে কে এমন গেলেন! বাংলাদেশে কি ফের পালাবদল! চাপ বাড়বে ভারতের?
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের সময়ে যে শিল্পীরা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেছিলেন, তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে তাঁদের বয়কট করার ডাক দিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক কুণাল। কিন্তু বৃহস্পতিবার এর ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, তিনি প্রতিবাদীদের বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেন না। অভিষেক জানান, কুণালের কথা দলের বক্তব্য নয়।
অভিষেকের সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল বলেন, ‘‘কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কোনও প্রতিবাদীকে বয়কটের কথা বলিনি। যাঁরা মুখ্যমন্ত্রী এবং সরকারকে আক্রমণ করেছিলেন, যাঁরা তৃণমূল কর্মীদের বলেছিলেন চটিচাটা, যাঁরা বাংলাদেশ মডেলে মুখ্যমন্ত্রীকে রাজ্যছাড়া করার কথা বলেছিলেন, আমি তাঁদের বয়কট করার কথা বলেছি। আমি গতকাল যা বলেছি, আজও তাই বলছি, আগামিকালও তাই বলব।”
কুণাল বলেছেন, ‘‘সাধারণ তৃণমূল কর্মীদের ভাবাবেগের জায়গা থেকে আমি যা বলেছি, ঠিক বলেছি। আর দলের সর্বময় নেত্রী মমতা’দি। তিনি যদি বলেন, আমি ভুল বলেছি, তা হলে আমি মেনে নেব।” এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট ‘নির্দেশ’ মেনেই দলের নেতাদের এগোতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
Kolkata,West Bengal
January 03, 2025 12:27 PM IST