Last Updated:
RG Kar Case Protest: অভয়া মঞ্চের আহ্বায়ক তথা চিকিৎসক তমোনাশ চৌধুরী ও চিকিৎসক পুণ্যব্রত গুণকে নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানার পুলিশ। কেন?

কলকাতা: অভয়া মঞ্চের আহ্বায়ক তথা চিকিৎসক তমোনাশ চৌধুরী ও চিকিৎসক পুণ্যব্রত গুণকে নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানার পুলিশ। নোটিস পাঠানো হয়েছে তাঁদের দুই গাড়ি চালককেও। সোমবার ঠাকুরপুকুর থানায় তলব করা হয়েছে দুই চিকিৎসককে।
কেন? অভিযোগ, ৮ অগাস্ট অনুমতি ছাড়া ঠাকুরপুকুর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সাইকেল র্যালি করা হয়েছিল। অনুমতি ছাড়া এই কর্মসূচি করার জন্য জাতীয় সড়ক আইনের ৮-বি ধারা লঙ্ঘন হয়েছে। আইন লঙ্ঘনের জন্য মামলা হয়েছে ঠাকুরপুকুর থানায়, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পুলিশ নোটিশ পাঠিয়েছে চারজনকে।
৮ অগাস্ট ঠাকুরপুকুর থেকে কলেজস্ট্রিট পর্যন্ত সাইকেল মিছিল হয়েছিল। সাইকেল মিছিল গিয়ে মিলিত হয় জুনিয়র ডাক্তার ফ্রন্টের অভয়া রাতের মশাল মিছিলে। ৬৫ জন সাইকেল আরোহী অংশ নিয়েছিলেন। চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে পুলিশের সম্মতি না নিয়ে সাইকেল মিছিল করায় অভয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে নোটিশ ঠাকুরপুকুর থানার। তাঁদের বিরুদ্ধে জনগণের অসুবিধা করা, আইন অমান্য করা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু।
অমিত সরকার
Kolkata,West Bengal
August 10, 2025 8:13 PM IST